উন্নয়নের অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন : মানু মজুমদার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

উন্নয়নের অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন : মানু মজুমদার

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ ডিসেম্বর, ২০১৮

নেত্রকোনা-১ ( কলমাকান্দা - দুর্গাপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মানু মজুমদার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু এদেশকে স্বাধনিতা এনে দিয়েছে। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে নিয়ে যাচ্ছেন। উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর উন্নয়ন ও সমৃদ্ধির প্রতিক নৌকায় ভোট দেয়ার জন্য সবাইকে আহবান জানান। তিনি বৃহস্পতিবার দুপুরে কলমাকান্দা শেখ রাসেল মিনি স্টেডিয়াম খেলার মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

কলমাকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ এর সঞ্চালনায় নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন -বিশেষ অতিথি ছবি বিশ্বাস এমপি, জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মতিউর রহমান খান, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, নারীনেত্রী ক্যামিলিয়া মজুমদার, উপজেলা চেয়ারম্যান শাহ্ মো. ফখরুল ইসলাম ফিরোজ, জেলা আওয়ামী লীগ সদস্য জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার, কেন্দ্রীয় যুবলীগের কমিটির সদস্য এরশাদুর রহমান মিন্টু, কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক এডভোকেট আব্দুল মতিন , হালুয়াঘাট উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ ফারুক খান, জেলা পরিষদ সদস্য ইদ্রিস আলী তালুকদার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন ও রোটারিয়ান আতাউর রহমান খান আখির প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads