দেলদুয়ারে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রেস ক্লাবের নিন্দা
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের দেলদুয়ারে মানবজমিন উপজেলা প্রতিনিধি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানবাধিকার কর্মী অপু তালুকদার শিপলুর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেলদুয়ার উপজেলা প্রেস ক্লাব। বৃহস্পতিবার প্রেস ক্লাব কার্যালয়ে মাসিক সাধারন সভায় সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে এ উদ্দেশ্যপ্রনোদিত মামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
২০ ডিসেম্বর ডুবাইল ইউনিয়নের বাথুলী বাজারে ঐক্যফ্রন্ট প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরের ছবি তুলতে গেলে উপজেলা আ.লীগের সহ-সভাপতি এস প্রতাপ মুকুল বাধা প্রদান ও মামলায় ফাঁসানোর হুমকি দেয়। ২১ ডিসেম্বর দেউলী ইউনিয়নের চকতৈল গ্রামে আ. লীগের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় অপু তালুকদার শিপলুকে আসামি করা হয়।
মামলার বিষয়ে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে সাইদুল হক ভূইয়া জানান, বাদী যদি মামলায় সাংবাদিককে আসামী করে মামলা মামলা দায়ের করে তাহলে আমারতো কিছু করার নাই।