উত্তর কোরিয়ার শীর্ষ সামরিক পদে রদবদল

উত্তর কোরিয়ার সেনাবাহিনীর শীর্ষ তিনটি পদে রদবদল হয়েছে

ইন্টারনেট

বিদেশ

উত্তর কোরিয়ার শীর্ষ সামরিক পদে রদবদল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৫ জুন, ২০১৮

উত্তর কোরিয়ার সেনাবাহিনীর শীর্ষ তিনটি পদে বড় ধরনের রদবদল হয়েছে। গত রোববার যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আসন্ন বৈঠককে সামনে রেখে এ রদবদল করা হয়েছে। খবর সিএনএন।

এ ব্যাপারে উত্তর কোরিয়ার কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিশ্লেষকদের মতে ১২ জুন সিঙ্গাপুরের বৈঠককে সামনে রেখে উত্তর কোরীয় নেতা কিম জং উন ভিন্নমত দমনের চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রের দায়িত্বরত প্রেসিডেন্টের সঙ্গে এটাই উত্তর কোরীয় কোনো নেতার প্রথম বৈঠক। নানা অনিশ্চয়তা কাটিয়ে বৈঠকের বিষয়টি শেষ পর্যন্ত চূড়ান্ত হলেও সেনাবাহিনীর শীর্ষ তিন কর্মকর্তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ। ওই তিন সামরিক কর্মকর্তার পদে অন্যদের নিযুক্ত করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেন, আমাদের ধারণা দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কিম এখন যে আচরণ করছেন তা নিয়ে সেনাবাহিনীতে বিরোধী মত রয়েছে। কিম সম্ভবত নিশ্চিত হতে চাইছেন যে, ট্রাম্পের সঙ্গে তার বৈঠকে কোনো চুক্তি হলে তা নিয়ে অভ্যন্তরীণ বিরোধের মুখে পড়তে না হয়। যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা বরখাস্তকৃত তিন সামরিক কর্মকর্তার পরিচয় জানাতে পারেনি। তবে ইয়োনহ্যাপ প্রতিবেদনে বলা হয়, বরখাস্তকৃতরা হলেন প্রতিরক্ষা প্রধান পাক ইয়ং সিক, কোরিয়ান পিপলস আর্মির জেনারেল স্টাফ প্রধান রি মিয়ং সু এবং কোরিয়ান পিপলস আর্মির পলিটিক্যাল ব্যুরোর পরিচালক কিম জং গাক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads