উইন্ডোজ দশের সমস্যা সারানোর ফ্রি সফটওয়্যার

জনপ্রিয় এ অপারেটিং সিস্টেমটিতে মাঝে মাঝেই বিভিন্ন ত্রুটি চোখে পড়ে

ছবি : ইন্টারনেট

বিজ্ঞান ও প্রযুক্তি

উইন্ডোজ দশের সমস্যা সারানোর ফ্রি সফটওয়্যার

  • প্রকাশিত ২১ জুলাই, ২০১৮

সৈয়দ মো. মাসরুর রহমান

মাইক্রোসফটের সর্বশেষ অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০। নতুন কোনো অপারেটিং সিস্টেম না এনে এই অপারেটিং সিস্টেমেই নতুন নতুন হালনাগাদ ফিচার যুক্ত করবে মাইক্রোসফট।

জনপ্রিয় এ অপারেটিং সিস্টেমটিতে মাঝে মাঝেই বিভিন্ন ত্রুটি চোখে পড়ে। যদিও মাইক্রোসফট নিয়মিতই বিভিন্ন আপডেটের মাধ্যমে এসব ত্রুটির সমাধান দেওয়ার চেষ্টা করে। তবে তাতেও সমাধান না হলে নিজেই চেষ্টা করে কিছু সমস্যার সমাধান করে নেওয়া সম্ভব।

এসব ত্রুটি শনাক্ত করে সমাধান করার জন্য রয়েছে বিভিন্ন ফ্রি সফটওয়্যার। এমনই কয়েকটি সফটওয়্যারের বিস্তারিত থাকছে আজ-

ফিক্সউইন ১০ (FixWin 10)

উইন্ডোজ দশের জন্য বিভিন্ন রিপেয়ার টুল রয়েছে। এর মধ্যে অন্যতম হলো ফিক্সউইন ১০। পোর্টেবল এ সফটওয়্যারটি ব্যবহার করে উইন্ডোজ দশের বিভিন্ন ছোটখাটো সমস্যার সমাধান নিজেই করে নেওয়া সম্ভব।

সফটওয়্যারটিতে বিভিন্ন কমপোনেন্টের ভিত্তিতে ছয়টি আলাদা ক্যাটাগরি রয়েছে। প্রতিটি ক্যাটাগরিতেই আছে সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার সমাধান। নির্দিষ্ট সমস্যার পাশে থাকা ‘ফিক্স’ বাটনে ক্লিক করলেই মিলবে ওই সমস্যার সমাধান।

আলটিমেট উইন্ডোজ টুইকার ৪ (Ultimate Windows Tweaker 4)

এই সফটওয়্যারটি কাজের দিক থেকে অনেকটা ফিক্সউইনের মতোই। তবে আলটিমেট উইন্ডোজ টুইকারে কিছু বাড়তি ফিচার রয়েছে। এগুলো হলো সফটওয়্যারটির মাধ্যমে বিভিন্ন ফিচার চালু করা, বন্ধ করা কিংবা অপসারণ করা যাবে। সফটওয়্যারটিতেও ফিচার অনুযায়ী বিভিন্ন আলাদা আলাদা সেকশনে সমস্যাগুলো ভাগ করা আছে। এর ফলে প্রয়োজন অনুসারে খুব দ্রুতই সমাধান পাওয়া যাবে। সফটওয়্যারটির মাধ্যমে উইন্ডোজ ১০-এর সেটিংস, রেজিস্ট্রি এডিটর কিংবা গ্রুপ পলিসি এডিটর থেকে প্রয়োজনীয় পরিবর্তন করে নেওয়া যাবে। এ ছাড়া উইন্ডোজ সেভেনে ছিল কিন্তু উইন্ডোজ দশে বাদ দেওয়া হয়েছে, এমন কিছু ফিচারও চাইলে যুক্ত করে নেওয়া যাবে।

উইন্ডোজ রিপেয়ার (Windows Repair)

উইন্ডোজ দশ অপারেটিং সিস্টেমের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আরো একটি জনপ্রিয় সফটওয়্যার উইন্ডোজ রিপেয়ার। এই সফটওয়্যারটির মাধ্যমে রেজিস্ট্রি পারমিশন, ফাইল পারমিশন, উইন্ডোজ ফায়ারওয়াল সেটিংস, উইনসক এবং ডিএনএস ক্যাশ ফিক্স, আপডেট সমস্যাসহ বিভিন্ন সমস্যার সমাধান পাওয়া যাবে। এ ছাড়া উইন্ডোজ চেকডিস্ক এবং সিস্টেম ফাইল চেকার সমস্যারও সমাধান আছে এ অ্যাপে।

মিসড ফিচারস ইনস্টলার (Missed Features Installer)

নাম থেকেই বোঝা যাচ্ছে আগের সংস্করণগুলোতে ছিল তবে উইন্ডোজ দশে নেই, এমন ফিচারগুলোকে ফিরিয়ে আনা যাবে এর মাধ্যমে। যেমন আপনি যদি উইন্ডোজ দশের স্টার্ট মেন্যু পছন্দ না করেন, তাহলে চাইলেই আগের স্টার্ট মেন্যু ব্যবহার করা যাবে সফটওয়্যারটির মাধ্যমে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads