ঈশ্বরদীতে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়োজিত সেনা সদস্যরা শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ঈশ্বরদীতে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

  • ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ৬ জানুয়ারি, ২০২০

ঈশ্বরদীতে দুঃস্থ্য অসহায় মানুষের মাঝে কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়োজিত সেনা সদস্যরা।

গতকাল রবিবার বিকেলে উপজেলা পাকশী বাংলাকুটির এলাকায় এ সব বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত সাঈদ চৌধুরী। প্রায় চার শতাধিক দুস্থ ও গরিব নারী-পুরুষের মাঝে কম্বল ও সোয়েটার বিতরণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মেজর সাইমন সিকদার, মোশারফ হোসেন ও ক্যাপ্টেন সাইমন প্রমুখ।

এ সময় সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads