উখিয়া সীমান্তের পালংখালী ফারিরবিল খাল বেয়ে এপারে উঠার সময় পালংখালী বিজিবির সাথে বন্ধুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা একটি দেশীয় তৈরি বন্ধুক, দুই রাউন্ড কার্তুজ ও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার ভোর রাতে এ ঘটনাটি ঘটে। উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল মনসুর ঘটনার সত্যতা স্বীকার করেন।
নিহতরা হলেন, উনচিপ্রাং ক্যাম্পের সোলতান আহম্মদের ছেলে ইসমাঈল (২৭) একই ক্যাম্পের আবু ছৈয়দের ছেলে হেলাল উদ্দিন (২২)।
পালংখালী ৩৪ বিজিবির নায়েব সুবেদার মিজানুর রহমান জানান, ইয়াবার চালান নিয়ে তারা খাল বেয়ে থাইংখালী ক্যাম্পের দিকে যাওয়ার সময় বিজিবি তাদের গতিরোধ করার চেষ্টা করে। এসময় রোহিঙ্গারা বিজিবিকে লক্ষ করে গুলিছুড়লে বিজিবিও আতœরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। উখিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে। উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পলাতক দুইজনসহ ৪ জনের বিরুদ্ধে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন।