ঈশ্বরদীতে পদ্মার পানি বিপদসীমার উপরে, ক্ষতির মুখে হাজারো কৃষক

প্রতিনিধির পাঠানো ছবি

প্রাকৃতিক দুর্যোগ

ঈশ্বরদীতে পদ্মার পানি বিপদসীমার উপরে, ক্ষতির মুখে হাজারো কৃষক

  • ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১ অক্টোবর, ২০১৯

ঈশ্বরদীর পাকশীর পদ্মার পানি বিপদসীমার উপরে উঠে গেছে। মঙ্গলবার সকালে সেতু পয়েন্টে পানির উচ্চতা বিপদসীমার ১৪.২৫ সেন্টমিটার অতিক্রম করেছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। গত ১২ ঘন্টায় পানির উচ্চতা বেড়েছে ৮ সেন্টিমিটার। পদ্মা নদীতে হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় জমির বিভিন্ন ফসল তলিয়ে গেছে। নদীতে আকস্মিক পানি বৃদ্ধির কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন প্রায় তিন হাজার কৃষক।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, চলতি মৌসুমে উপজেলায় পদ্মা নদীর চরাঞ্চলে ঈশ্বরদীর সাঁড়া, পাকশী ও লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের আখ, ফুলকপি, গাজর, মাষকালাই, মুলা, বেগুন, শিম, পেয়াজ, কাঁচা মরিচ, ধানসহ ৪০০ আবাদ হয়েছে প্রায় এক হাজার হেক্টর জমি। গত চার-পাঁচ দিন ধরে পদ্মা নদীতে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকার আবাদি ফসল তলিয়ে গেছে। আরও তলিয়ে যাবার সম্ভাবনা আছে।

এলাকা ঘুরে ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পদ্মা নদীতে আকস্মিক পানি বৃদ্ধি পাওয়ায় সাঁড়া ইউনিয়নের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। চরাঞ্চলের মাঠগুলো গত এক সপ্তাহ আগেও যেখানে সবুজ ফসলে পরিপূর্ণ ছিল। গত কয়েক দিনে পানি বৃদ্ধি পাওয়ায় তা তলিয়ে গেছে। তলিয়ে যাওয়া ফসলের অধিকাংশই দরিদ্র কৃষকদের। কিছু জমিতে রয়েছে বীজ পাট ও আমন ধান। সেগুলোও নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এখনও যেসব জমিতে পানি ঢুকেনি, সেগুলোও তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সাঁড়া ইউনিয়নের এক কৃষক জানান, এ বছর তেমন বন্যা না হওয়ায় চরের ৫ বিঘা জমিতে আগাম মাসকলাই চাষ করেছিলেন। ফলনও ভালো হয়েছিল। কিন্তু গত চার-পাঁচ দিনে পদ্মার পানি হঠাৎ করে বৃদ্ধি পাওয়ায় সব জমির ফসল তলিয়ে গেছে। এ বছর তেমন বন্যা না হওয়ায় কৃষকরা ব্যাপকভাবে চাষ করেছিলেন। কিন্তু হঠাৎ করেই পদ্মার পানি বেড়ে যাওয়ায় কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রানা সরদার জানান, এ সময় সাধারণত পদ্মা নদীতে পানি বাড়ে না। কিন্তু হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় কৃষকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads