আনন্দ বিনোদন

ঈদের পরে ‘বিসর্জন’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৪ মে, ২০১৮

জয়া আহসান অভিনীত ‘বিসর্জন’ ছবিটি কলকাতায় মুক্তি পেয়েছিল গত বছরের ১৪ এপ্রিল। মুক্তির পর পর কলকাতায় বেশ আলোড়ন সৃষ্টি করেছিল কৌশিক গাঙ্গুলির এ ছবিটি। ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন বাংলাদেশের জয়া আহসান এবং কলকাতার আবির চ্যাটার্জি। ছবিতে জয়া আহসানের অভিনয় দাগ কেটেছিল কলকাতার দর্শকের মনে।

নতুন খবর হলো- এবার বাংলাদেশে আসছে ‘বিসর্জন’। ভারতে ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ ছবিটি বাংলাদেশে আনছেন ইফতেখার উদ্দিন নওশাদ। গতকাল বাংলাদেশের খবরকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

নওশাদ বলেন, ‘সাফটা চুক্তির মাধ্যমে ছবিটি বাংলাদেশে আসছে। মন্ত্রণালয় এবং সেন্সর বোর্ডের কিছু কাজ বাকি রয়েছে। আগামী ঈদের পর মুক্তি দেওয়ার চিন্তা আছে। প্রথম সপ্তাহে অল্প কিছু হলে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। ছবিটি বেশ প্রশংসিত। তাই বাংলাদেশের দর্শককে ছবিটি দেখানোর জন্য এ উদ্যোগ নিয়েছি।’

দুই বাংলার গল্পে নির্মিত এ ছবিতে পদ্মা হালদার নামে হিন্দু নারী চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। মুসলিম যুবক নাসির আলীর চরিত্রে অভিনয় করেছেন আবির চ্যাটার্জি। বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামের বাসিন্দা বিধবা পদ্মা হঠাৎ প্রেমের ছোঁয়া পান কলকাতার মুসলিম যুবক নাসির আলীর মাধ্যমে। বিধবা থেকে সধবা রূপে ফিরে আসেন জয়া। প্রেমনির্ভর গল্পে নির্মিত হয়েছে ছবিটি। যে প্রেম মানে না কোনো ধর্ম, মানে না কোনো সীমান্ত।

ছবিটির প্রযোজনা করেছে অপেরা মুভিজ। সঙ্গীতায়োজন করেছেন প্রয়াত কালিকা প্রসাদ। ছবিতে আরো অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলি, লামা প্রমুখ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads