ঈদের আগে সব শিক্ষার্থীকে মুক্তি দিন : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সংরক্ষিত ছবি

রাজনীতি

ঈদের আগে সব শিক্ষার্থীকে মুক্তি দিন : ফখরুল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২০ অগাস্ট, ২০১৮

কোটা সংস্কার ও নিরাপদ সড়ক দাবিতে আন্দোলন চলাকালে গ্রেফতার সব শিক্ষার্থীর ঈদের আগে মুক্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। পৃথক এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, উদ্ভট কথা বা কোনো কায়দা-কৌশল করে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখা যাবে না।

ঢাকার থানা ও আদালত সূত্র বলছে, আন্দোলনের সময় সংঘাত, ভাঙচুর, উসকানি ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ এ পর্যন্ত ৫১টি মামলায় ৫২ শিক্ষার্থীসহ ৯৯ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে ৩৮ শিক্ষার্থী গতকাল জামিন পেয়েছেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, নির্দোষ আন্দোলন দমাতে সর্বশক্তি নিয়োগ করেছে সরকার। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সরকারি ছাত্র-যুব সংগঠনের ক্যাডাররা এই শান্তিপূর্ণ আন্দোলনের ওপর সশস্ত্র আক্রমণ করে। এতে শিশু-কিশোর-তরুণরা রক্তাক্ত হয়েছে। এই দৃশ্যে জাতি স্তম্ভিত ও ব্যথিত। বিবৃতিতে শিক্ষার্থীদের রিমান্ডে নেওয়ার নিন্দা জানিয়ে ঈদের আগেই গ্রেফতার সব শিক্ষার্থী ও আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads