গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দেওয়ার কাজকে আরো সহজ করে দিতে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) উদ্যোগে ই-পোস্টকে ৫০টি হ্যান্ডসেট দিচ্ছে দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান আজকের ডিল। বৃহস্পতিবার ই-ক্যাবের প্রধান কার্যালয়ে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
এ সময় ই-ক্যাবের জেনারেল সেক্রেটারি আবদুল ওয়াহেদ তমাল এবং আজকের ডিলের প্রধান নির্বাহী একেএম ফাহিম মাসরুর নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে অন্যান্য ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর মতো আজকের ডিলের পণ্যও এখন থেকে ই-পোস্টের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে।
ই-ক্যাবের জেনারেল সেক্রেটারি আবদুল ওয়াহেদ তমাল বলেন, সূচনালগ্ন থেকেই দেশের ই-কমার্সকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে আমাদের সংগঠন। তাই দেশের প্রচলিত ডেলিভারি সার্ভিস কোম্পানিগুলোকে সহযোগিতা দেওয়ার লক্ষ্যে ই-ক্যাবের উদ্যোগে ই-পোস্টের যাত্রা।
আজকের ডিলের সঙ্গে এই চুক্তির আওতায় ই-পোস্ট প্রকল্পের কার্যক্রম আরো গতিশীল হবে বলে উল্লেখ করে তিনি বলেন, আমরা চাই দেশের যেসব ডেলিভারি কোম্পানি ই-কমার্স নিয়ে কাজ করে তাদের একটি প্ল্যাটফর্মর আওতায় এনে সুনির্দিষ্ট এবং সহজেই গ্রাহকদের কাছে পণ্য পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দিতে।
প্রসঙ্গত, ই-পোস্ট মূলত একটি অনলাইন ডেলিভারি সেবা প্রদানকারী প্ল্যাটফর্ম যেখানে, ডেলিভারি, ট্র্যাকিং, মনিটরিং এবং স্বয়ংক্রিয় সাপোর্ট প্রদানের মাধ্যমে ই-কমার্স ব্যবসায়ী ও গ্রাহকের মধ্যে সংযোগ স্থাপনে কাজ করা।