ইলেকশন ফোবিয়ায় ভুগছে বিএনপি : ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সংগৃহীত ছবি

রাজনীতি

ইলেকশন ফোবিয়ায় ভুগছে বিএনপি : ওবায়দুল কাদের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৬ ফেব্রুয়ারি, ২০১৯

বিএনপি ইলেকশন ফোবিয়ায় ভুগছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডি কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘তারা আসলে ইলেকশন ফোবিয়ায় ভুগছে। এটাকে বলব ইলেকশন ফোবিয়া। নির্বাচনে হারতে হারতে তারা এখন জয়ের আশা ছেড়েই দিয়েছে।’

তিনি বলেন, ‘বিএনপি দলীয়ভাবে উপজেলা নির্বাচনে অংশ না নিলেও দলটির বিপুল সংখ্যক প্রার্থী এই নির্বাচনে অংশ নিচ্ছেন।’

বিএনপি তাদের শুক্রবারের জনসভার কর্মসূচি বাতিলের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘তারা এবার এই কর্মসূচি বাতিলের জন্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করেনি। তাদের যেকোনো ইতিবাচক রাজনৈতিক কর্মসূচির অনুমতি সরকার দেবে।’

দলের ভেতরে গণতন্ত্র সুসংহত করতেই উপজেলা নির্বাচনে প্রার্থিতা উন্মুক্ত করা হয়েছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads