ভরা মৌসুমেও লক্ষ্মীপুরের মেঘনায় জেলেদের জালে ধরা পড়ছে না ইলিশ। ইলিশের দেখা না পেয়ে হতাশ জেলেরা। ফলে মহাজনদের দাদন ও এনজিও থেকে নেওয়া লাখ লাখ টাকা ঋণের বোঝা মাথায় করে দিন কাটছে তাদের। বেকার হয়ে পড়ছেন হাজার হাজার জেলে।
জুন থেকে আগস্ট মেঘনায় মাছ শিকারের ভরা মৌসুম। কিন্তু ভরা মৌসুমেও মিলছে না রুপালী ইলিশের দেখা। এ বছর নদীতে তেমন মাছ না থাকায় হতাশ জেলেরা।
সংশ্লিষ্টদের ধারণা প্রজনন মৌসুমে বেআইনি ভাবে মাছ ধরায় নদীতে মাছের সংখ্যা অনেক কমে গেছে। সরকারি আইন মেনে নদীতে মাছ ধরা বন্ধ রাখলে নদীগুলো আবারো রুপালী ইলিশের অভয়ারণ্য হয়ে উঠবে।
জেলেরা বলছেন, দিন রাত নদীতে জাল ফেলে যে পরিমাণ মাছ পাচ্ছেন তা বিক্রি করে পরিবার নিয়ে চলতে হিমশিম খাচ্ছে তারা। সেইসঙ্গে বাড়ছে মহাজনের দাদনসহ লাখ লাখ টাকা ঋণের বোঝা। নদীতে মাছ না পাওয়ায় আগ্রহ হারাচ্ছেন জেলেরা। ফলে বেকার হয়ে পড়েছে জেলার প্রায় ৬৫ হাজার জেলে।
তবে লক্ষ্মীপুর জেলা মৎস কর্মকর্তা বলেন বৃষ্টিপাত ঠিকমতো হলে দুই সপ্তাহের মধ্যেই নদীতে মিলবে রুপালী ইলিশ।





