গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে ১৮ জুন থেকে। ভোটগ্রহণ হবে ২৬ জুন। তাই বলে থেমে নেই প্রধান প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থী। চলতি রমজান মাসে ইফতার মাহফিলকে ঘিরে চলছে তাদের অনানুষ্ঠানিক প্রচার। গতকাল রোববার দশম রোজায় দুটি ইফতার মাহফিলে উপস্থিত হয়ে দোয়া চেয়েছেন জিসিসি নির্বাচনে মেয়র প্রার্থী আওয়ামী লীগের মো. জাহাঙ্গীর আলম। তার পক্ষে একজন মন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্যও সমর্থন চেয়েছেন। অপরদিকে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার এক ইফতারপূর্ব আলোচনাসভায় অভিযোগ করেছেন, আওয়ামী লীগ মাহে রমজানের পবিত্রতা-তাৎপর্য ভুলে গিয়ে দোয়া ও ইফতার মাহফিলের নামে নির্বাচনী সভার বক্তৃতায় নির্দ্বিধায় চরম মিথ্যাচার করে যাচ্ছে।
মহানগর আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম গতকাল ৫ ও ৩৫ নম্বর ওয়ার্ডে পৃথক দুটি ইফতার অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিদের দোয়া চান। এসব ইফতার ও দোয়া মাহফিলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল এবং মহানগর আওয়ামী লীগ সভাপতি মো. আজমত উল্লা খান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
৫ নম্বর ওয়ার্ড বাগবাড়ী মাদরাসা মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি প্রধান অতিথি ছিলেন। বক্তব্যে তিনি বলেন, সিয়াম সাধনার ধৈর্য ও সহনশীলতা শিক্ষার মাধ্যমে সর্বস্তরের মানুষের বিপদ-আপদে আওয়ামী লীগ নেতাদেরকে পাশে থাকতে হবে। জনগণের বন্ধু হিসেবে তরুণ জাহাঙ্গীর আলম দৃষ্টান্ত স্থাপন করেছেন উল্লেখ করে তাকে (জাহাঙ্গীর) সিটি মেয়র নির্বাচিত করার আহ্বান জানান মন্ত্রী।
অপরদিকে ৩৫ নম্বর ওয়ার্ড বোর্ডবাজার কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত অপর ইফতার ও দোয়া মাহফিলে সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল বলেন, গাজীপুর মহানগরের প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানে তিনি সরকারি অনুদান দিয়েছেন। একইভাবে মেয়র প্রার্থী জাহাঙ্গীর তার শিক্ষা ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদ, মাদরাসার অবকাঠামো নির্মাণ, ইমাম এবং মাদরাসা শিক্ষার্থীদের বৃত্তিমূলক সেবা দিচ্ছেন।
এ সময় মহানগর আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ডা. মোজাফফর হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, অধ্যক্ষ মহিউদ্দিন মহি, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আশরাফুল আলম আসকর, সদস্য গিয়াস উদ্দিন মোল্লা, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান মনির, বোর্ডবাজার মোহর খান ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লি গিয়াস উদ্দিন খান, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, হাজী আ. রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপি মনোনীত ও ২০ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার বলেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে আওয়ামী লীগ পবিত্র রমজান মাসেও নির্বাচনী প্রচারণায় উঠেপড়ে লেগেছে। তারা মাহে রমজানের পবিত্রতা ও তাৎপর্য ভুলে গিয়ে দোয়া ও ইফতার মাহফিলের নামে নির্বাচনী সভার বক্তৃতায় নির্দ্বিধায় চরম মিথ্যাচার ও বিষোদগার করে যাচ্ছেন, যা কোনো মুমিন-মুসলমানের কাম্য হতে পারে না। গতকাল তিনি ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিলে শরিক হয়ে এসব কথা বলেন।
ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী মোখলেছুর রহমানের সঞ্চালনায় ইফতারপূর্ব মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, জেলা বিএনপির সহসভাপতি মীর হালিমুজ্জামান ননী, সিনিয়র যুগ্ম-সম্পাদক সোহরাব উদ্দিন, গাছা সাংগঠনিক থানা বিএনপির সভাপতি মোশারফ হোসেন খান, সাধারণ সম্পাদক আবদুল হামিদ, অ্যাডভোকেট মনির হোসেন, হুমায়ুন কবির রাজু, কুতুব উদ্দিন চেয়ারম্যান, জামায়াত নেতা নিয়াজ উদ্দিন মাস্টার, আসাদুজ্জামান আসাদ, সদর থানা জাসাস সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইদ্রিস খান প্রমুখ।