ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার

ছবি : সংগৃহীত

তথ্যপ্রযুক্তি

ইন্টারনেট সংযোগ বাড়ি বাড়ি পৌঁছাতে চাই: মন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ এপ্রিল, ২০১৮

দেশের সব জায়গায় ইন্টারনেট সংযোগ পৌঁছানোর লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে সরকার।তথ্য প্রযুক্তি খাতের ব্যবসা বিকাশের স্বার্থেই সরকার এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। রোববার বিপিও সামিটের একটি সেশনে তিনি বলেন, “আমরা এখন ইউনিয়নগুলোতে কানেকটিভিটি পৌঁছানোর কাজ করছি। কেবল ইউনিয়নে নয়, বাড়ি-বাড়ি সেই কানেকটিভিটি পৌঁছাতে চাই।” ‘ক্যারিয়ার হিসাবে বিজনেস প্রসেসিং আউটসোর্সিং (বিপিও)’ সেশনে এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন মন্ত্রী।

ইন্টারনেটের সংযোগ পৌঁছানো গেলে তথ্য প্রযুক্তিতে প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে শহরের যে ‘শূন্যতা’ আছে সেটা পূরণ হবে বলে মন্তব্য করেন মোস্তাফা জব্বার। তথ্য প্রযুক্তি খাতে আউটসোর্সিংয়ের ক্ষেত্রে সরকার প্রশিক্ষণের উপর জোর দিচ্ছে জানিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে এ সংক্রান্ত নয়টি বিষয়ে প্রশিক্ষণ কোর্স চলছে।

“সরকার মূলত প্রশিক্ষণের জায়গাটা উন্মুক্ত করার চেষ্টা করছে। সাতটি জেলায় প্রশিক্ষণ কেন্দ্র করছি। আমরা ৬৪টি জেলায় করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি।” আইটি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কেবল সেটাতে লেগে থাকার পরামর্শ দেন মোস্তাফা জব্বার।

অনুষ্ঠানে প্যানেল আলোচনায় যোগ দিয়ে আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মালিহা নার্গিস বলেন, “প্রতিবেশী ভারত-শ্রীলঙ্কা আউটসোর্সিং থেকে পাঁচ বিলিয়ন ডলার আয় করছে, আমরা পারছি না। কারণ আমরা কিছু কাজ করছি, কিন্তু সেটা অর্গানাইজড না, এটাই আমাদের বড় সমস্যা।”

আইসিটি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী বলেন, ১৪-১৫ লাখ সরকারি চাকরির বিপরীতে বেসরকারি খাতে অনেক চাকরি রয়েছে। সেজন্য দক্ষতা বাড়ানোটা গুরুত্বপূর্ণ। “কেবল আইটি সেক্টরে ১০ লাখ লোক তৈরি করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। বিপিও সেক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখবে। চাকরি বাছাইয়ের ক্ষেত্রে নানা দিকে না ঘুরে একদিকে নিবদ্ধ হওয়া বুদ্ধিমানের কাজ হবে।”

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads