প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ইন্টারনেট নিয়ন্ত্রণের চেষ্টা অর্থহীন। এ ছাড়া ফেসবুক কিংবা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করা নির্বুদ্ধিতার পরিচয় বলেও মন্তব্য করেছেন তিনি। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হওয়া দুই দিনব্যাপী বিপিও সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
জয় বলেন, ‘বাংলাদেশে বসে গোটা ইন্টারনেট নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আমরা যদি এ মুহূর্তে সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিই তাহলে সবাই আমাদের তীব্র সমালোচনা করবেন। একটা ওয়েবসাইট বন্ধ করলে আরো দশটা ওয়েবসাইট দশ মিনিটে তৈরি হয়ে যাবে। একটা ফেসবুক পেজ বন্ধ করলে আরো দশটা ফেসবুক পেজ তৈরি হয়ে যাবে।’
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন উসকানিমূলক কোনো কনটেন্ট ছড়াতে না পারে সেজন্য কনটেন্ট ব্লক করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
ফেসবুককে ‘ফেকবুক’ অভিহিত করে জয় বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় তরুণদের আসক্তি ক্রমেই বিপদের হয়ে উঠছে। তরুণরা বিশাল শক্তির আধার, সমাজের প্রতি তাদের অনেক দায়িত্ব রয়েছে।’