ফেসবুকের মালিকানাধীন ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রোডাক্ট ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট অ্যাডাম মসেরি। প্রতিষ্ঠানটি থেকে সম্প্রতি পদত্যাগ করা কেভিন সিস্ট্রমের স্থলাভিষিক্ত হবেন তিনি।
ডিজাইনার হিসেবে কর্মজীবন শুরু করা অ্যাডাম ২০০৮ সালে ফেসবুকে যোগ দেন। পরবর্তী সময়ে তাকে ডিজাইন থেকে প্রোডাক্ট টিমে যুক্ত করা হয়। ফেসবুক মোবাইল এবং এরপর নিউজ ফিডের উন্নয়নে কাজ করেছেন অ্যাডাম। সর্বশেষ তাকে ইনস্টাগ্রামের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছিল।
নতুন দায়িত্বের অংশ হিসেবে তিনি ইনস্টাগ্রামের সার্বিক বিষয় দেখভাল করবেন। প্রাথমিকভাবে তাকে হেড অব ইঞ্জিনিয়ারিং, হেড অব প্রোডাক্ট এবং হেড অব অপারেশন্স পদের জন্য তিনজনকে নিয়োগ দিতে হবে।