ইনজুরি আতঙ্ক জার্মান শিবিরে

জার্মানির জন্যে অগ্নিপরীক্ষা আজ

ছবি : ইন্টারনেট

ফুটবল

ইনজুরি আতঙ্ক জার্মান শিবিরে

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৩ জুন, ২০১৮

প্রথম ম্যাচে হারের ধাক্কার পরেই আবার সুইডেনের বিরুদ্ধে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নামার আগে ইনজুরি আতঙ্ক বিরাজ করছে জোয়াকিম লো’র শিবিরে। চোটের কারণে শনিবারের ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছেন সেন্টার-ব্যাক ম্যাটস হুমেলস।

শুক্রবার সাংবাদিক সম্মেলনে জোয়াকিম লো জানিয়েছেন, অনুশীলনের সময় চোট পেয়েছেন হুমেলস। চোট গুরুতর না হলেও সুইডেন ম্যাচে সম্ভবত হুমেলসকে নামানোর ঝুঁকি নেবেন না তিনি।

রবিবার মেক্সিকোর কাছে হারের পরে গতবারের চ্যাম্পিয়নদের বিশ্বকাপে টিকে থাকতে হলে শনিবার জিততেই হবে। কিন্তু হুমেলসের চোট নতুন করে চিন্তা বাড়িয়েছে লো’র। তিনি বলেন, ‘খুব সম্ভবত হুমেলস এই ম্যাচে নামতে পারবে না। ওর ঘাড়ে চোট লেগেছে। শুক্রবার তাই ও অনুশীলন করতে পারেনি। আমাদের হাতে এখনো কিছুটা সময় রয়েছে। দেখতে হবে সুইডেনের বিরুদ্ধে হাওয়ায় বল দখলের লড়াইয়ে পাল্লা দেওয়ার মতো কে রয়েছে দলে। ঠিক এই কারণেই হয়তো হুমেলসকে ম্যাচে নামানোর ঝুঁকি নেওয়া হবে না।’

অবশ্য হুমেলস ছাড়া আর কোনো চোট-আঘাতের সমস্যা নেই জার্মান শিবিরে। শনিবার থমাস মুলাররা এমন একটা দলের মুখোমুখি হচ্ছে যারা ৪০ বছরে জার্মানিকে হারাতে পারেনি। কিন্তু প্রথম ম্যাচে হারের ধাক্কায় এতটাই বেসামাল জার্মান শিবির যে সুইডেনকেও প্রবল গুরুত্ব দিতে হচ্ছে ২০১৪ বিশ্বকাপ সেরাদের। কিন্তু সুইডেন শিবিরেও তিন ফুটবলারের চোট ও অসুস্থতার সমস্যা রয়েছে। যে দল নিয়ে তারা দক্ষিণ কোরিয়াকে এক গোলে হারিয়েছিল, সেই দল নিয়ে সুইডিশদের নামার সম্ভাবনা কম।

জার্মান কোচ লো বলছেন, ‘আমাদের সবচেয়ে বড় দুটো অস্ত্র চনমনে থাকা আর শরীরি ভাষা। মেক্সিকোর বিরুদ্ধে আমরা চেনা জার্মান দলকে দেখতে পাইনি। এই পর্যায়ের ফুটবলে যে রকম খেলা উচিত ছিল সেটাও দেখা যায়নি। বিশ্বকাপ মানেই আবেগ এবং সর্বস্ব উজাড় করে দেওয়া।’

লো’র মতে, জার্মানির পুরো খেলার ধরন নিয়েই প্রশ্ন না তুলে কয়েকটা জায়গায় ‘সংশোধন’ করতে হবে এবং সতর্ক থাকতে হবে মেক্সিকো ম্যাচের ভুলগুলো যেন দ্বিতীয়বার না হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই আমাদের খেলার স্টাইল নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়। আমরা যদি নিজেদের ক্ষমতা অনুযায়ী খেলতে পারি তা হলে রক্ষণের দিক থেকে শক্তিশালী দলগুলোর বিরুদ্ধেও আমরা ভাল ফল করতে পারব। শনিবার আমাদের এমন ফুটবলার চাই, যারা দ্রুত গতিতে ঢুকে বিপক্ষের রক্ষণে সমস্যা তৈরি পারবে।’

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads