বিশ্ব

ইউক্রেনে ৫ ট্রাক সহায়তা তুরস্কের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৬ ফেব্রুয়ারি, ২০২২

রাশিয়ার সামরিক অভিযানের মধ্যে ইউক্রেনে পাঁচ ট্রাক মানবিক সহায়তা পাঠিয়েছে তুরস্কের রেড ক্রিসেন্ট। অভিযানের তৃতীয় দিন শনিবার (২৬ ফেব্রুয়ারি) টিআরটি ওয়ার্ল্ডের অফিশিয়াল টুইটারে পেজে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে প্রথম কোনো দেশ হিসেবে ইউক্রেনকে সাহায্য করতে সামরিক সহায়তা পাঠিয়েছে পোল্যান্ড। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এই প্রথম কোন দেশ এগিয়ে এলো।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী মারিউজ ব্লাজ্যাকের জানিয়েছেন, দেশটি ইউক্রেনে গোলাবারুদের একটি কনভয় পাঠিয়েছে।

তিনি বলেন, ‘গোলাবারুদ ইতোমধ্যে আমাদের প্রতিবেশীদের কাছে পৌঁছে গেছে। আমরা ইউক্রেনীয়দের পাশে দাঁড়িয়েছি ও রুশ হামলার বিরুদ্ধে সংহতি প্রকাশ করছি।’

যদিও ইউক্রেন সাহায্য হিসেবে ঠিক কী পরিমাণ গোলাবারুদ পাঠিয়েছে তা জানা যায়নি। তবে পোল্যান্ড শুধু সামরিক সহায়তাই দিচ্ছে না। ইউক্রেন থেকে আসা শরণার্থীদের জন্য সীমান্ত খুলে দিয়েছে দেশটি। দুই দেশই একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল।

পোল্যান্ডের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এরই মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভের দখলকে কেন্দ্র করে রাশিয়ার সেনাদের সঙ্গে লড়ছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী ও আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads