সারা দেশ

কালিয়াকৈরে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ ফেব্রুয়ারি, ২০২২

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভাস্থ এলাকায় ফাঁসিতে ঝুলে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছে। 

গতকাল শুক্রবার রাতে কোন এক সময় উপজেলার আহম্মদ নগর চৌরাস্তা এলাকার ভাড়া বাসায় আত্মহত্যা করেন তারা।

আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এলাকাবাসী পুলিশকে খবর দেয় খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

জানা যায়, এক মাস আগে বাসা ভাড়া নিয়ে আহম্মদ নগর চৌরাস্তা এলাকায় বসবাস শুরু করেন, আকাশ-আইরিন দম্পতি। আইরিন একটি স্থানীয় কারখানায় চাকরি করতেন এবং তারা স্বামী আকাশ অটো রিস্কা চালক ছিল বলে এলাকাবাসী জানায়। 

নিহত ব্যক্তিরা হলেন  রাজশাহী জেলার বাগমারা উপজেলার নিচু কাতিলা থানার ইসলামের ছেলে আকাশ (২১) ও দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার কাশিপুর থানার রনি মিয়ার মেয়ে সালমার তারা আইরিন (১৮) অটো রিকশা চালাতেন।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল আলম জানান, ঘরের ভিতর থেকে তালাবদ্ধ করে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে স্বামী-স্ত্রী। তবে কী কারণে তারা আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads