আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উচ্চ ক্ষমতাসম্পন্ন দুই সদস্যের নির্বাচন বিশেষজ্ঞ দল আজ মঙ্গলবার আসছে। প্রতিনিধিদলের সদস্যরা আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে থাকবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। তারা হলেন, ডেভিড নয়েল ওয়ার্ড এবং ইরিনি-মারিয়া গৌনারী।
বিশেষজ্ঞ দলের বাংলাদেশ সফরের শুরুতে তারা প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এবং প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া, পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ জাভেদ পাটোয়ারী, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্বশীল প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এ নিয়ে সরকারের একজন কর্মকর্তা বলেন, এবারের নির্বাচন পর্যবেক্ষণে ইইউ কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না। তবে ওই দুই বিশেষজ্ঞই ইইউর সদর দফতরের প্রতিনিধি হিসেবে ভোট পর্যন্ত বাংলাদেশে থাকবেন। এখানে তারা ‘নিঃশব্দে’ পরিস্থিতি মূল্যায়ন করবেন।
ভোটের পরিবেশ নিয়ে ঢাকায় ইইউ কার্যালয়ের পাশাপাশি তারা ব্রাসেলসেও রিপোর্ট পাঠাবেন। বিশেষজ্ঞ দলের সফরটি খুবই তাৎপর্যপূর্ণ উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, ঢাকা থেকে প্রাপ্ত রিপোর্ট বাংলাদেশের সঙ্গে ইইউর ভবিষ্যৎ সম্পর্কের ওপরে কিছুটা হলেও প্রভাব রাখবে। তিনি আরো বলেন, ইইউ বিশেষজ্ঞরা জাতীয় নির্বাচনে কোনো নাক গলাবেন না এবং তারা জনসমক্ষে কোনো মন্তব্য করা থেকেও বিরত থাকবেন বলে আমাদের জানানো হয়েছে।
জানা গেছে, সূচনাতে খানিক আনুষ্ঠানিকতা ছাড়া সফরের পুরো সময়ই তারা নীরবে তাদের পর্যবেক্ষণ ও মূল্যায়ন চালিয়ে যাবেন। তারা ঢাকা এবং ঢাকার বাইরে অবস্থান করে ইইউ পার্লামেন্টকে নির্বাচন পূর্ব এবং পরবর্তী সম্পর্কে প্রতিবেদন পাঠাবেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারির বহুল আলোচিত নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধি পাঠায়নি ইইউ। তারা আগাম ঘোষণা দিয়েই প্রশ্নবিদ্ধ ওই নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্তের কথা জানায়। তবে তার আগের নির্বাচনে (২০০৮ সালে) প্রায় ৮০০ পর্যবেক্ষক পাঠিয়ে নির্বাচনটি সরেজমিন পর্যবেক্ষণ করেছিল ইইউ।