আগামী ২৯ সেপ্টেম্বর রাজধানীর মহানগর নাট্যমঞ্চে সমাবেশ করার কথা রয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের। একই দিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। এরই প্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তার দল কোনো পাল্টাপাল্টি সমাবেশ করবে না।
গতকাল বুধবার রাজবাড়ীর পাংশায় এক কর্মিসভায় কাদের বলেন, ‘আগামী ২৯ তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ তারা (বিএনপি) করতে পারেন। আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি সমাবেশ করবে না।’ বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘আন্দোলন করে মরা গাঙে জোয়ার আসে না। বিএনপি মানে বাংলাদেশ নালিশ পার্টি। আষাঢ় মাসে যেমন শুধু মেঘ গর্জন করে, কিন্তু বর্ষে না। তেমনি বিএনপি শুধু ফাঁকা আওয়াজ দেয়। তাদের আওয়াজে বিভ্রান্ত হওয়ার কিছু নেই।’
এদিন বেলা ১১টায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শিয়ালডাঙ্গী থেকে তালতলা পর্যন্ত দ্বিতীয় অংশের সম্প্রসারণ ও সংস্কার কাজের উদ্বোধন শেষে পাংশার কলিমহর ইউনিয়নের গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দলীয় কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সেতুমন্ত্রী। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সড়ক অবরোধ করবেন না। শুধু সতর্ক অবস্থানে থাকবেন। আক্রমণ করবেন না। কিন্তু আক্রমণে আক্রান্ত হলে তার উপযুক্ত জবাব দিতে হবে। আগামী অক্টোবর মাসের মধ্যে জনপ্রিয়তার ভিত্তিতে প্রার্থী মনোনয়ন দেবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন।
সভায় পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম মোর্শেদ আরজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিদুল হাসান চৌধুরী নওফেল, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষা প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম। পরে বিকালে রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত আরেকটি কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সেতুমন্ত্রী।