বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

সংরক্ষিত ছবি

বিদ্যুৎ ও জ্বালানি

আ.লীগ ক্ষমতায় না থাকলে জ্বালানি খাতের উন্নয়ন বন্ধ হয়ে যাবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ৮ মে, ২০১৮

আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে জ্বালানি খাতের উন্নয়ন বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করে এই খাতে সরকারের উন্নয়নকে জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল সোমবার রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) ৫০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে জ্বালানির ভূমিকা উপলব্ধি করে সরকার এ খাতের উন্নয়ন ও নিরাপত্তা বিধানে কাজ করেছে। ইস্টার্ন রিফাইনারি বিশ্বের শ্রেষ্ঠ রিফাইনারিতে রূপান্তরিত হতে চলেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা নতুন রিফাইনারি করতে যাচ্ছি। যে পরিমাণ উন্নয়ন হয়েছে এ জন্য পেট্রোলিয়ামের ব্যবহার বাড়বে। নিরবচ্ছিন্ন জ্বালানির জন্য নতুন রিফাইনারি দরকার। তিনি বলেন, আমরা খুলনায় একটি ডিপো তৈরি করেছি। চট্টগ্রামের ডিপো যদি কোনো কারণে সমস্যায় পড়ে তাহলে খুলনা দিয়ে কাজ চালানো যাবে। তিনি আরো বলেন, ইন্সটলেশন অব ইআরএল ইউনিট-২ এবং ইন্সটলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন প্রকল্প বাস্তবায়নের কাজসহ জ্বালানি খাতে বিশাল কর্মযজ্ঞ চলছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক ও ইআরএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজিমউদ্দিন চৌধুরী ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল আমিন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads