আ’লীগ উন্নয়নে বিশ্বাসী মুজিবুল হক

কুমিল্লার চৌদ্দগ্রামের ফেলনা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

আ’লীগ উন্নয়নে বিশ্বাসী মুজিবুল হক

  • চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ৯ মার্চ, ২০১৯

সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাধারন সম্পাদক মুজিবুল হক এমপি বলেছেন, আ’লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। আগামী পাঁচ বছরে সকল অসমাপ্ত কাজ সমাপ্ত করা হবে।

আজ শনিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা উচ্চ বিদ্যালয়ে ২ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত চারতলা ভবন ও দুইটি সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক আলী হোসেন চেয়ারম্যান, পৌর মেয়র মিজানুর রহমান, জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, রাশেদা আখতার, উপজেলা আ’লীগ নেতা আকতার হোসেন পাটোয়ারী, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, জিএম জাহিদ হোসেন টিপু, শাহজালাল মজুমদার, মোশারেফ হোসেন, ভিপি মাহবুব হোসেন মজুমদার, জয়নাল আবেদীন খোরশেদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক এএসএম শাহীন মজুমদার, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক জসিম উদ্দিন সর্দার, কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক নেতা মহিবুল আলম মজুমদার কানন, কামরুল আলম মোল্লা, বর্তমান সাধারন সম্পাদক লোকমান হোসেন রুবেল, চৌদ্দগ্রাম উপজেলা আহবায়ক তৌফিকুল ইসলাম সবুজ, এটিএন বাংলার সাংবাদিক জাকির হোসেন মিন্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান। এ সময় আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads