তিন বছরের বেশি সময় ধরে অনুমোদনের অপেক্ষায় থাকার পর অবশেষে আয়ারল্যান্ডে ডাটা সেন্টার তৈরির পরিকল্পনা বাতিল করছে অ্যাপল। অনুমোদন প্রক্রিয়ায় বিলম্বের কারণেই ১০০ কোটি মার্কিন ডলার ব্যয়ে আইরিশ ডান্টা সেন্টারটি তৈরির পরিকল্পনা বাতিল করে মার্কিন এই প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার অ্যাপলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘আমাদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও অনুমোদন প্রক্রিয়ার জটিলতার কারণে আমাদেরকে অন্য পরিকল্পনা করতে বাধ্য করা হচ্ছে এবং আমরা ডাটা সেন্টারের প্রকল্প নিয়ে সামনে এগোতে পারব না।’
দেশটির সরকারপক্ষ থেকে এক বিবৃতিতে আয়ারল্যান্ডের মিনিস্টার ফর বিজনেস অ্যান্ড এন্টারপ্রাইজ হিদার হাম্পরেইস বলেন, ‘এখানে কোনো দ্বিমত নেই যে অ্যাপলের সিদ্ধান্ত হতাশাজনক, বিশেষ করে অ্যাথেনরি এবং আয়ারল্যান্ডের পশ্চিমের জন্য। এই বিনিয়োগকে সহায়তা করতে সরকারের পক্ষে যতটা করা সম্ভব ছিল সবই করা হয়েছে। এই বিলম্বের ঘটনাটি রাষ্ট্রের পরিকল্পনা এবং আইনি প্রক্রিয়া আরো কার্যকর করার ওপর তাগিদ দেয়।’
এ বিষয়ে রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, নবায়নযোগ্য শক্তির সুবিধা নেওয়ার পরিকল্পনা ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে আয়ারল্যান্ডের অ্যাথেনরিতে ডাটা সেন্টারটি তৈরির প্রকল্প ঘোষণা করে অ্যাপল। ২০১৭ সালের অক্টোবরে আয়ারল্যান্ডের উচ্চ আদালত থেকে রুল জারি এবং পরবর্তী সময়ে আপিল প্রত্যাহার করে মামলা করা হয় দেশটির সুপ্রিম কোর্টে।