আয়ারল্যান্ডে জিতল বাংলাদেশ ‘এ’ দল

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

আয়ারল্যান্ডে জিতল বাংলাদেশ ‘এ’ দল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ৫ অগাস্ট, ২০১৮

ওকে/মজুমদার

 

 

 

আর মাত্র ৮ রান হলেই হতো সেঞ্চুরি। তাই সেঞ্চুরি না হওয়ার আক্ষেপে জর্জরিত হতে হয়েছে বাংলাদেশের জাকির হাসানকে। এ ছাড়া দ্রুতগতিতে ব্যাট করেন জাকিরের সতীর্থ ফজলে রাব্বি। আর এই দুজনের ব্যাটিং নৈপুণ্যে আয়ারল্যান্ড সফরে দ্বিতীয় আনঅফিসিয়াল ওয়ানডে জিতল বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ৮৭ রানের এই জয়ে তাই ১-০তে এগিয়ে থাকল মুমিনুল হকের দল।

জাকিরের পর ফজলের হাফসেঞ্চুরিতে বাংলাদেশ ৬ উইকেটে করে ২৮৯ রান। তারপর সফরকারীরা ৪৬.৩ ওভারে ২০২ রানে অলআউট করে আইরিশদের।

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ দারুণ শুরু করে। সাইফ হাসান ও জাকিরের উদ্বোধনী জুটি ছিল ১৩৯ রানের। সাইফ ৩৭ রানে ফিরলে ভাঙে এই জুটি। তারপরই ৯২ রানে পিটার চেজের দ্বিতীয় শিকার জাকির। ৯২ বলে ৮ চার ও ৩ ছয়ে সাজানো তার সেরা ইনিংস।

টপ অর্ডারের অন্য দুই ব্যাটসম্যান মুমিনুল ও মোহাম্মদ মিঠুন ফিরে গেলেও ফজলে রাব্বি দারুণ দুটি জুটি গড়েন আল-আমিন ও নূরুল হাসানকে নিয়ে। আল-আমিনের সঙ্গে তার জুটি ছিল ৪৮ রানের।

৪৯ বলে ৫ চার ও ১ ছয়ে ৪৭ রানে আউট হন আল-আমিন। তারপর নূরুলের সঙ্গে ৪১ রানের আরেকটি সম্ভাবনাময় জুটি গড়েন ফজলে। তাতে ৩০০ ছুঁই ছুঁই রান হয়ে যায় বাংলাদেশের। ৪১ বলে ৫ চার ও ১ ছয়ে ৫৩ রান করে চেজের তৃতীয় শিকার হন ফজলে। চেজের সঙ্গে সমান ৩ উইকেট নেন টাইরন কেন।

লক্ষ্যে নেমে ৪১ রানে ৪ উইকেট হারায় আয়ারল্যান্ড। দুই ওপেনার জেমস শেনন (৬) ও জেমস ম্যাককলামকে (৫) সাজঘরে পাঠান পেসার খালেদ আহমেদ। তার সঙ্গে বল হাতে আইরিশদের ব্যাটিং লাইনআপে ধস নামান অভিষেক হওয়া শরিফুল ইসলাম। সর্বোচ্চ ৩ উইকেট নেন তিনি। খালেদের সমান দুটি করে উইকেট পেয়েছেন সানজামুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

স্বাগতিকদের পক্ষে কেন ৪৯ রানের সেরা ইনিংস খেলেন। শেন গেটকেট করেন ৩৮ রান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads