আসছে ফেসবুকের স্মার্ট ডিসপ্লে

নতুন এই স্মার্ট ডিসপ্লেটিতে থাকবে ফেশিয়াল রিকগনিশন সিস্টেম

ছবি : ইন্টারনেট

বিজ্ঞান ও প্রযুক্তি

আসছে ফেসবুকের স্মার্ট ডিসপ্লে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৪ সেপ্টেম্বর, ২০১৮

গুগলের পর এবার ফেসবুকও আনতে যাচ্ছে স্মার্ট ডিসপ্লে। ‘পোর্টাল’ নামের ডিসপ্লেটি আসছে সপ্তাহেই বাজারে আসতে পারে বলে ফেসবুকের এক ব্লগ পোস্টের বরাতে জানিয়েছে টেক ক্রাঞ্চ। দুটি ভিন্ন সাইজে বাজারে আনা হবে ডিভাইসটি। একটির দাম হবে চারশ ডলার, আরেকটির দাম হবে তিনশ ডলার।

নতুন এই স্মার্ট ডিসপ্লেটিতে থাকবে ফেশিয়াল রিকগনিশন সিস্টেম। তাই ব্যবহারকারীকে এটি সহজেই চিনতে পারবে। এতে ভিডিও কলিং ফিচারও রয়েছে, যা ফেসবুক মেসেঞ্জারের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থাকবে।

খবরে বলা হয়েছে, গত মে মাসে অনুষ্ঠিত ফেসবুকের এফ৮ সম্মেলনেই ডিভাইসটি উন্মোচনের কথা ছিল। কিন্তু ক্যামব্রিজ অ্যানালিটিকার ডাটা স্ক্যান্ডালের কারণে সে সময় তারিখ পিছিয়ে দেওয়া হয়। ক্যামব্রিজ অ্যানালিটিকার ডাটা স্ক্যান্ডালের পর ডিভাইসটিতে শেষ মুহূর্তে পরিবর্তন আনে ফেসবুক। এর ফ্রন্ট ক্যামেরায় নতুন করে যুক্ত করা হয় প্রাইভেসি শাটার। ডিভাইসটিতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকছে অ্যালেক্সা, যা ব্যবহারকারীর কমান্ড অনুযায়ী সেবা দিতে পারবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads