আশকোনার হজ ক্যাম্পে হট্টগোল, অতিরিক্ত পুলিশ মোতায়েন

সংগৃহীত ছবি

জাতীয়

আশকোনার হজ ক্যাম্পে হট্টগোল, অতিরিক্ত পুলিশ মোতায়েন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৪ মার্চ, ২০২০

ইতালি থেকে ফিরে আসা ১৪২জনের সবাইকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার কিছুক্ষণ পরেই সেখানে তুমুল হট্টগোলের খবর পাওয়া গেছে। কোয়ারেন্টাইনে রাখা ১৪২ জনই গোলমাল করতে করতে চলে এসেছেন হজ ক্যাম্পের গেটে।

এর আগে শনিবার দুপুরে ১৪২জনের সবাইকে হজ ক্যাম্পে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

সকালে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে সকাল ৮টা ২০মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। পরে সবাইকে সর্বোচ্চ সতর্কতায় আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

এদিকে, আশকোনায় নানা অব্যবস্থাপনার অভিযোগ করেছেন স্বজনেরা। যদিও, পরীক্ষা ছাড়াই ছেড়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন এক যাত্রী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads