রাজধানীর মিরপুরের ১০ নম্বরে ঝুটপট্টিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট।
আজ শনিবার (১৪ মার্চ) দুপুর ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, শনিবার দুপুর ১টা ২৫ মিনিটের দিকে মিরপুর-১০ নম্বরে ঝুটপট্টির একটি গোডাউনে আগুন লাগার খবর আসে। খবর পেয়েই দ্রুত ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুপুর সোয়া ২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
তবে কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।