আত্রাইয়ে দুই মাদক ব্যবসায়ী আটক

আত্রাইয় থানা

ছবি : বাংলাদেশর খবর

অপরাধ

আত্রাইয়ে দুই মাদক ব্যবসায়ী আটক

  • আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ নভেম্বর, ২০১৮

নওগাঁর আত্রাইয়ে পৃথক পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার সাহেবগঞ্জ পালপাড়া ও বাঁকা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, উপজেলার সাহেবগঞ্জ পালপাড়া গ্রামের মৃত রাখাল চন্দ্র পালের ছেলে কালিচন্দ্র পাল (৬৫) ও বাঁকা গ্রামের ছাইফুল ইসলামের ছেলে ফিরোজ হোসেন (২৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদে ওই এলাকা গুলোতে রাত ১১টার দিকে এসআই ফিরোজ ও এসআই মোস্তাফিজুর রহমান নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় কালিচন্দ্র পালের কাছে ৭৫ গ্রাম গাঁজা ও ফিরোজ হোসেনের কাছে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এব্যাপারে আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষে প্রতিদিন আমাদের অভিযান চলছে। মাদক ব্যবসায়ী কালিচরণ ও ফিরোজকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বুধবার নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads