নির্বাচনে অংশ নিচ্ছেন না ড. কামাল

ড. কামাল হোসেন

সংরক্ষিত ছবি

রাজনীতি

নির্বাচনে অংশ নিচ্ছেন না ড. কামাল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ নভেম্বর, ২০১৮

অবশেষে নিশ্চিতভাবেই নির্বাচন থেকে দূরে থাকছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ড. কামাল হোসেন। তার দল গণফোরামের ১১৩ জন মনোনীত প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও সেই তালিকায় তার নাম নেই। কামাল হোসেনের পক্ষ থেকে কোনো মনোনয়ন ফরম তোলাও হয়নি, জমাও দেওয়া হচ্ছে না।

আজ বুধবার (২৮ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিকাল পাঁচটার মধ্যে রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও তা পূরণ করে জমা দেওয়া যাবে। সরাসরি ছাড়াও এবারই প্রথমবারের মতো অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য জগলুল হায়দার আফ্রিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ড. কামাল হোসেন চূড়ান্তভাবেই নির্বাচন করছেন না। তিনি প্রার্থিতা করবেন না। তার মেয়ে সারা হোসেনও নির্বাচন করবেন না। তিনি দেশের বাইরে আছেন। আমরা সারাদেশে ১১৩টি আসনে মনোনয়নপত্র জমা দেবো।’
কিন্তু তিনি কেন নির্বাচনে অংশ নিচ্ছেন না তা জানা যায় নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads