আট বছর পরে বিশ্বকাপে প্রথম ম্যাচ জিতল ইংল্যান্ড

ইংল্যান্ডের পক্ষে গোল করার পর হ্যারি কেন

গোলডটকম

ফুটবল

আট বছর পরে বিশ্বকাপে প্রথম ম্যাচ জিতল ইংল্যান্ড

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৯ জুন, ২০১৮

ইংল্যান্ড বনাম টিউনিশিয়া সোমবারের ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে সমস্যা প্রকট ছিল। তা সত্ত্বেও হ্যারি কেনের গোলের জন্য ছটফটানি ইংল্যান্ডকে ব্রাজিল, আর্জেন্টিনার মতো আটকে দেয়নি। অধিনায়কের জোড়া গোলে দীর্ঘ আট বছর পরে বিশ্বকাপে প্রথম ম্যাচ জিতল ইংল্যান্ড। 

প্রথমার্ধে আফ্রিকার দলটির গোলদাতা ফারজানি সাস্‌সি তাদের বক্সে হ্যারি কেনকে জাপটে ধরে ফেলে দিলেন। বল ইংল্যান্ড অধিনায়কের কাছেই আসছিল। নিঃসন্দেহে পেনাল্টি। কিন্তু তা দেওয়া হয়নি। অথচ নাইজেরিয়া বনাম ক্রোয়েশিয়া ম্যাচে একই পরিস্থিতিতে পেনাল্টি পেয়েছিল ক্রোটরা। 

ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট ম্যাচটা শুরু করেছিলেন ৩-৫-২ ফর্মেশনে। বিপক্ষ টিউনিশিয়া খেলছিল ৪-৩-৩। প্রতি-আক্রমণে আসা আফ্রিকার দলটির বিরুদ্ধে তাই রক্ষণের সময় তিন ডিফেন্ডারের সঙ্গে দুই উইং হাফ নেমে আসায় পাঁচ জনকে পাচ্ছিল ইংল্যান্ড। আর আক্রমণের সময় রাহিম স্টার্লিং ও হ্যারি কেনের সঙ্গে বিপক্ষ বক্সে পৌঁছে যাচ্ছিলেন জেসি লিনগার্ড-সহ তিন জন। অর্থাৎ রক্ষণের সময় পাঁচ জন নামবে। আর আক্রমণের সময় পাঁচ জন বিপক্ষ বক্সে হানা দেবে। এটাই ছিল স্ট্র্যাটেজি। 

এবার ম্যাচ জয়ের নায়ক হ্যারি কেন। দুই অর্ধে জোড়া গোল করলেন তিনি। তার একটা বড় গুণ গোলের গন্ধ পাওয়া। প্রথম গোলের সময় বিপক্ষ গোলকিপার ভুল করেছিলেন। তার হাত থেকে বল বেরিয়ে আসছে, তা লক্ষ করে ঠিক জায়গা মতো পৌঁছে গিয়েছিলেন হ্যারি। দ্বিতীয় গোলের সময়েও ঠিক সুযোগসন্ধানী স্ট্রাইকারের মতো গোলটা করে গেলেন এই নয় নম্বর জার্সিধারী। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads