আজ দোকান বন্ধ রেখে ব্যবসায়ীদের মানববন্ধন

অবৈধভাবে আমদানি করা কাপড় জব্দের অভিযানে গুলিবর্ষণের প্রতিবাদে মানববন্ধনে ব্যবসায়ীরা

প্রতীকী ছবি

পণ্যবাজার

টেরিবাজারে কোস্টগার্ডের গুলিবর্ষণ

আজ দোকান বন্ধ রেখে ব্যবসায়ীদের মানববন্ধন

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ২ জুন, ২০১৮

অবৈধভাবে আমদানি করা কাপড় জব্দের অজুহাতে চোরাচালানবিরোধী টাস্কফোর্সের অভিযানের সময় কোস্টগার্ডের গুলিবর্ষণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রামের টেরিবাজারের ব্যবসায়ীরা। আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টা দোকান বন্ধ রেখে এ কর্মসূচি পালন করবেন তারা। গতকাল শুক্রবার টেরিবাজার ব্যবসায়ী সমিতির এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সমিতির সাধারণ সম্পাদক আলহাজ আহমদ হোসাইন বাংলাদেশের খবরকে বলেন, গত বৃহস্পতিবার অভিযানের নামে অন্যায়ভাবে কাপড় জব্দ, কোস্টগার্ডের নির্বিচারে গুলিবর্ষণ ও ব্যবসায়ীদের আহত করার প্রতিবাদে শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টেরিবাজারের সব দোকান বন্ধ রাখা হবে। এ সময় সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আলহাজ আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন— প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আলহাজ মো. আলী সিআইপি, দোকান মালিক সমিতি চট্টগ্রামের সভাপতি ছালেহ আহমদ সোলেমান, সিনিয়র সহসভাপতি মুহাম্মদ শাহাব উদ্দিন, শপ ওনার্সের সভাপতি আবুল কাশেম প্রমুখ।

গত বৃহস্পতিবার নগরীর টেরিবাজারে অভিযান চালাতে গিয়ে ব্যবসায়ীদের বাধার মুখে পড়ে চোরাচালানবিরোধী টাস্কফোর্স। এ সময় পরিস্থিতি সামাল দিতে প্রায় অর্ধশত রাউন্ড গুলি ছোড়ে কোস্টগার্ড।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads