আজ থেকে বাড়ি ফেরা শুরু

নাড়ির টানে ফিরতে শুরু করেছে রাজধানীবাসী।

সংগৃহীত ছবি

যোগাযোগ

আজ থেকে বাড়ি ফেরা শুরু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১০ জুন, ২০১৮

পরিবারের সাথে ঈদের ছুটি কাটাতে নাড়ির টানে ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। কমলাপুর ট্রেন স্টেশনে দেখা যায় এই ঘরমুখো মানুষের ভিড়। আজ থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ট্রেনের ঈদযাত্রা।

অগ্রিম ট্রেনের টিকিট কিনেছেন যে সকল যাত্রী তারা সকাল থেকেই কমলাপুর রেলস্ট্রেশনে আসতে শুরু করেন।

এদিকে এখনও সরকারি চাকরিজীবীদের ছুটি শুরু না হওয়ায় যাত্রীদের ভিড় কিছুটা কম দেখা যায় কমলাপুর রেলস্টেশনে। ঘরমুখো যাত্রীরা বলছেন, রাস্তার যেন কোন ধরণের যানজটে না পড়তে হয় তাই তারা ঘরথেকে আগেই বের হয়েছেন। তবে পরিবারের সঙ্গে ঈদ করতে যেতে পেরে তারা আনন্দিত।

যাত্রীদের সাথে কথা বলে জনা যায়, সড়ক পথে যানজট এর ঝুঁকি এড়াতেই তারা ট্রেনে করে বাড়ি ফিরছেন। যারা ১লা জুন ট্রেনের অগ্রিম টিকিট কিনেছিলেন তারাই আজ যাচ্ছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads