আওয়ামী লীগ নিজস্ব ভবনে উঠছে কাল

বঙ্গবন্ধু অ্যাভিনিউতে নবনির্মিত আওয়ামী লীগ কার্যালয়

ছবি: বাংলাদেশের খবর

রাজনীতি

আওয়ামী লীগ নিজস্ব ভবনে উঠছে কাল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২২ জুন, ২০১৮

সব ঠিকঠাক থাকলে আগামীকাল ২৩ জুন নিজেদের ভবনে উঠতে যাচ্ছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। স্বাধীনতাযুদ্ধে নেতৃত্বদানকারী দলটি প্রতিষ্ঠার পর এই প্রথম নিজস্ব ভবন পেতে যাচ্ছে। গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের পুরাতন কার্যালয়ের স্থানেই গড়ে উঠেছে অত্যাধুনিক ১০তলা ভবনটি। ২৩ জুন দলের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবনটি উদ্বোধন করবেন। এর আগে একই দিন ভবনের চাবি তার হাতে তুলে দেবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

আওয়ামী লীগ নেতাদের দাবি, নিজস্ব তহবিলের ১০ কোটি টাকা ব্যয়ে নতুন ভবনটি করা হয়েছে, যেটি দক্ষিণ এশিয়ার মধ্যে কোনো রাজনৈতিক দলের সর্বাধুনিক কার্যালয়। দলীয় সূত্রে জানা গেছে, উদ্বোধনের পর আওয়ামী লীগের সব সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে প্রধান কার্যালয় থেকেই।

ভবন নির্মাণে জড়িতদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূল ফটক দিয়ে নিচতলায় ঢুকতেই বাম পাশে বিশাল অভ্যর্থনা ডেস্ক; রয়েছে দুটো লিফট, সিঁড়ির ব্যবস্থাও। দ্বিতীয় থেকে নবম তলা পর্যন্ত সভাপতি-সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের অফিস। মাঝে চতুর্থ ও পঞ্চম তলায় সাধারণ অফিস, ডিজিটাল লাইব্রেরি ও মিডিয়া রুম। ষষ্ঠ তলায় সম্মেলন কক্ষ। অষ্টম তলায় বসবেন সাধারণ সম্পাদক; নবম তলায় সভাপতি। নিরাপত্তার স্বার্থে সভাপতির অফিসে লাগানো হয়েছে ডাবল বুলেটপ্রুফ গ্লাস। দশম তলায় করা হয়েছে সুপরিসর ক্যাফেটেরিয়া। তিন তলার সামনের অংশটা করা হয়েছে অনেকটা পাঁচতারকা হোটেলের লবির আদলে। আর পুরো ভবন জুড়েই থাকছে ফ্রি ওয়াইফাই ব্যবস্থা। ২৩ জুন উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী সভাপতিমণ্ডলী, যুগ্ম সম্পাদকসহ অন্যান্য নেতা ও সংগঠনগুলোর জায়গা নির্ধারণ করে দেবেন।

ভবন নির্মাণের আগে পুরাতন কার্যালয়ের জমিটি দলের নামে ৯৯ বছরের জন্য ইজারা নেওয়া হয়। রাজউকের অনুমোদন সাপেক্ষে সামনের দিকে রাস্তা থেকে ১০ ফুট ও পেছনের দিকে ১৭ ফুট জায়গা ছেড়ে মোট জমির ৬৫ ভাগের ওপর করা হয়েছে ভবনটি। মূল ফটকের উপরে রয়েছে ধাতব নির্মিত দলীয় প্রতীক নৌকার প্রতিকৃতি। সামনের দেয়ালজুড়ে রয়েছে দলের সাইনবোর্ড, স্লোগান ও চার মূলনীতি। ভবনের সামনে স্থায়ী স্মৃতিসৌধ নির্মাণ করা হবে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে।

১৯৪৯ সালের ২৩ জুন রোজ গার্ডেনের অস্থায়ী কার্যালয়ে শুরু হয় আওয়ামী লীগের যাত্রা। সেখান থেকে ১৯৫৩ সালে ৯ কানকুন লেনে, ১৯৫৬ সালে ৫৬ সিমসন রোডে, ১৯৬৪ সালে ৯১ নবাবপুর রোডে যায় দলীয় কার্যালয়। ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনার পর দলীয় কার্যালয় নেওয়া হয় সদরঘাটের রূপমহল সিনেমা হলের গলিতে। সেখান থেকে কার্যালয় নেওয়া হয় পুরানা পল্টনে এবং তারও পরে সার্কিট হাউস রোডে। ১৯৮১ সালে শেখ হাসিনা দলের হাল ধরলে আওয়ামী লীগের ঠিকানা হয় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads