পাইকগাছায় আওয়ামী লীগ কার্যালয় ও নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনায় গত দু’দিনে ৪ ইউপি সদস্যসহ ১৬ ব্যক্তিকে আটক করা হয়েছে। থানা পুলিশ গত মঙ্গল ও বুধবার বিভিন্ন স্থান থেকে আসামীদের আটক করে। আটককৃত সবাই পৃথক দু’টি অগ্নিসংযোগ মামলার আসামী। আটককৃতরা হলেন, ইউপি সদস্য হাবিবুর রহমান (৪০), জাহাঙ্গীর শেখ (৫০), আবু হাসান (৩৫), ফজলু সরদার (৪৫), সাবেক ইউপি সদস্য আজিজুল ইসলাম (৪৮), গফুর গাজী (৫০), কপিলমুনির রনি মোড়ল (৫০), রেজাকপুরের নূর উদ্দীন (৬০), সিলেমানপুরের সাজ্জাত সরদার (৪০), গদাইপুরের আছাদুল ইসলাম (২৮), ভিলেজ পাইকগাছার মুজিবর রহমান (৫০), ধামরাইলের জুলফিকার (৪০), হরিঢালীর বাবলু গাজী, লস্করের পলাশ, আবু জাফর ও মজিদ গাইন।
এ ব্যাপারে থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, আটককৃতরা গদাইপুর ও আলমতলায় অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলার আসামী। আটককৃত সকলকে গতকাল বুধবার আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর গভীর রাতে উপজেলার গদাইপুর মোড়স্থ নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় গদাইপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন বাদী হয়ে ১৭২ জনের নাম উল্লেখ ও ২০/২৫ জনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা করে। অপরদিকে ১৯ ডিসেম্বর আলমতলাস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়সহ কয়েকটি দোকানে অগ্নি সংযোগের ঘটনায় ২৪ ডিসেম্বর খড়িয়া গোয়ালবাড়ীয়ার চক গ্রামের মৃত হরিপদ মন্ডলের ছেলে বিলাস কান্তি মন্ডল বাদী হয়ে ১৫৬ জনের নাম উল্লেখ ও ৪০/৫০ জনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা করেন।