আওয়ামী লীগ অফিসে হামলায় ২ মামলা

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়

সংরক্ষিত ছবি

আইন-আদালত

আওয়ামী লীগ অফিসে হামলায় ২ মামলা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৭ অগাস্ট, ২০১৮

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। ধানমন্ডি থানায় গতকাল সোমবার সন্ধ্যায় মামলা দুটি করেন দলটির উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া। ধানমন্ডি থানার ওসি আবদুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের বলেন, গত ৪ ও ৫ আগস্ট আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে হামলার ঘটনায় পৃথক দুটি মামলার জন্য অভিযোগ দিয়েছি। আওয়ামী লীগ অফিস সূত্রে জানা গেছে, পৃথক দুটি অভিযোগে সুনির্দিষ্ট কাউকে আসামি করা হয়নি। ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী কমিশনার এহসানুল হক জানান, আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদকের জমা দেওয়া অভিযোগ দুটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে একটি গুজবকে কেন্দ্র করে গত ৪ আগস্ট ধানমন্ডির ৩/এ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে হামলার অভিযোগ করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ হামলায় আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত এবং কার্যালয়ের কয়েকটি জানালার কাচ ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads