Dr. Fis (মাছের ডাক্তার) নামক মোবাইল অ্যাপসটির মাধ্যমে উপজেলার মৎস্যচাষিরা স্মার্ট মোবাইলের মাধ্যমে সরাসরি যোগাযোগ স্থাপনের মাধ্যমে কাঙ্ক্ষিত সেবা তৎক্ষণাৎ পাচ্ছেন। আর এটা যে শুধু কালীগঞ্জ উপজেলার মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু নয়। দেশের বিভিন্ন স্থান থেকেও এ অ্যাপটি ব্যবহার করে সেবা পাওয়া যাবে। ইতোমধ্যে অ্যাপটির ভালো সাড়াও পাচ্ছি। যেমন- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, চট্টগ্রামের কর্ণফুলী ও গাজীপুরের সালনা থেকে মৎস্যচাষিরা অ্যাপটির মাধ্যমে সেবা নিয়েছেন। আশা করছি ঠিকমতো প্রচার-প্রসার হলে অ্যাপটি ব্যবহারে মৎস্যচাষিদের মধ্যে ব্যাপক সাড়া পড়বে। অ্যাপটির মাধ্যমে মৎস্যচাষি অফিসে না এসে মোবাইল ফোনের মাধ্যমে পুকুরপাড়েই বা যেকোনো স্থান থেকে তার কাঙ্ক্ষিত সেবা পাবেন। অ্যাপটিতে মাছের রোগ ব্যবস্থাপনা অংশে মাছের ২০টি রোগ বা সমস্যার নাম, কারণ, লক্ষণ বা সমস্যার ধরন, প্রতিকার, প্রতিরোধ ও মাছ চাষে পানির গুণাগুণ বিস্তারিত আছে। অ্যাপটির মাধ্যমে অফলাইনে কল করে অথবা মেসেজের মাধ্যমে সেবাগ্রহণকারী মৎস্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে পরামর্শসেবা নিতে পারেন। আবার অ্যাপটির মাধ্যমে অনলাইনে রোগাক্রান্ত মাছ, পুকুরের রঙের ছবি তুলে পাঠিয়ে, ভিডিও কলের মাধ্যমে সেবাগ্রহণকারী সেবা পেতে পারেন। অ্যাপটি ব্যবহারের মাধ্যমে মৎস্যচাষিরা যেকোনো স্থান থেকে তাৎক্ষণিকভাবে পুকুরপাড়েই মৎস্য সংক্রান্ত সেবা পাবেন।