মোবাইল অ্যাপ : মাছের ডাক্তার

মো. লতিফুর রহমান, উদ্ভাবক, ডক্টর ফিশ

ছবি : বাংলাদেশের খবর

কৃষি অর্থনীতি

উদ্ভাবন

মোবাইল অ্যাপ : মাছের ডাক্তার

  • রফিক সরকার, কালীগঞ্জ (গাজীপুর)
  • প্রকাশিত ৭ নভেম্বর, ২০১৮

খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, জীবনযাত্রার মান উন্নয়ন এবং ডিজিটাল বাংলাদেশ গঠনের রূপকল্পকে বাস্তবে রূপান্তরিত করতে টেকসই প্রযুক্তি উদ্ভাবন এবং তথ্যপ্রযুক্তির ছোঁয়ায় মৎস্য সংশ্লিষ্ট সেবা আরো সহজতর ও গতিশীল করার লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা মৎস্য অফিসার মো. লতিফুর রহমান উদ্ভাবন করলেন মোবাইল অ্যাপ Dr. Fish (মাছের ডাক্তার)। আর এখানে মাছের ডাক্তার হিসেবে সেবা প্রদান করবেন অ্যাপটির উদ্ভাবক কালীগঞ্জ উপজেলা মৎস্য অফিসার মো. লতিফুর রহমান ও বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার সিনিয়র মৎস্য অফিসার রাজকুমার বিশ্বাস।  

জানা গেছে, মৎস্য সেবা পরামর্শ সহজীকরণের লক্ষ্যে মোবাইল অ্যাপ Dr. Fish (মাছের ডাক্তার) তৈরি করা হয়েছে। এই অ্যাপটি ব্যবহারের মাধ্যমে রোগাক্রান্ত মাছ, পুকুরের রঙ ও অবস্থার ছবি পাঠিয়ে মৎস্য অফিসারের সঙ্গে অডিও অথবা ভিডিও কলের মাধ্যমে তাৎক্ষণিকভাবে এ সংক্রান্ত সেবাটি পেতে পারেন। ফলে মৎস্য চাষিরা সঠিক সময়ে সঠিক সেবা পাবেন এবং আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাবেন। মৎস্য পরামর্শ সেবাপ্রাপ্তিতে এ অ্যাপটি ব্যবহারের মাধ্যমে মৎস্য চাষির সময়, খরচ ও যাতায়াত হ্রাস পাবে। কালীগঞ্জ উপজেলা মৎস্য অফিসের এক জরিপে দেখা গেছে, উদ্ভাবন করা অ্যাপটি ব্যবহারের আগে একজন মৎস্যচাষিকে মৎস্য পরামর্শ সেবাপ্রাপ্তিতে ৫০-৩০০ টাকা খরচ করে ১-৫ দিনে ১-৩ বার যাতায়াত করতে হয়েছে।

অন্যদিকে অ্যাপটি ব্যবহারের ফলে নিজস্ব স্থানে থেকে ১-১০ টাকা খরচ করে মাত্র ৫-১০ মিনিটের মধ্যেই প্রত্যাশিত ফল পেতে শুরু করেছেন। এতে করে মৎস্যচাষিদের ৪০-৩০০ টাকা সাশ্রয় হয়েছে।  অ্যাপসটি তৈরির ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান এবং প্রধানমন্ত্রীর দফতরের এটুআই প্রকল্প তাকে বিভিন্ন প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন বলে উদ্ভাবক জানিয়েছেন।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads