সাফারি ব্রাউজারে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে থাকতে উঠেপড়ে লেগেছে গুগল। এর জন্য অ্যাপলকে বড় অঙ্কের অর্থ প্রদানের পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি। বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপলকে ৯ বিলিয়ন ডলার প্রদান করতে পারে গুগল।
শুধু ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে থাকার জন্য গুগল কেন বিপুল অর্থ ব্যয় করছে, অনেকের মনেই এমন প্রশ্ন আসতে পারে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো অ্যাপল ডিভাইসের জন্য প্রতিষ্ঠানটির নিজস্ব ব্রাউজার সাফারি। সব অ্যাপল ডিভাইসেই এই ব্রাউজারটি প্রি-ইনস্টলড অ্যাপ হিসেবে থাকে।
২০১৭ সালের মার্চ পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী বর্তমানে বাজারে রয়েছে ৭০ কোটির বেশি আইফোন। সে হিসাবে প্রতিটি আইফোনের জন্য গুগলকে ব্যয় করতে হচ্ছে ১২ দশমিক ৮৫ ডলার। তবে আইফোনের বর্তমান সংখ্যা হিসাব করা হলে প্রতি ডিভাইসের বিপরীতে প্রদান করা অর্থের পরিমাণ আরো কম হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ফাস্ট কোম্পানি।
এ ছাড়া সম্প্রতি অ্যাপল জানায়, বর্তমানে আইওএস অপারেটিং সিস্টেমে চলছে প্রায় দুই বিলিয়ন ডিভাইস। আইফোন ছাড়াও আইপ্যাডের অপারেটিং সিস্টেম আইওএস। সে হিসাব করলে গুগলের খরচের পরিমাণকে বেশি বলা যাবে না।
ফাস্ট কোম্পানির এক প্রতিবেদনে আরো বলা হয়েছে, ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে থাকার জন্য অ্যাপলকে প্রদেয় অর্থের পরিমাণ ২০১৯ সালে আরো বাড়তে পারে এবং এর পরিমাণ হতে পারে ১২ বিলিয়ন ডলার।