হ্যাকিংয়ের ঘটনায় ফেসবুকের বিরুদ্ধে মামলা

ক্যালিফোর্নিয়ার আনফেয়ার কমপিটিশন ল এবং কাস্টমার রেকর্ডস অ্যাক্ট লঙ্ঘন করেছে ফেসবুক

ছবি : ইন্টারনেট

বিজ্ঞান ও প্রযুক্তি

হ্যাকিংয়ের ঘটনায় ফেসবুকের বিরুদ্ধে মামলা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১ অক্টোবর, ২০১৮

প্রায় ৫ কোটি ব্যবহারকারীর প্রোফাইল হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে সম্প্রতি জানিয়েছে ফেসবুক। এ তথ্য জানানোর অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগটির বিরুদ্ধে দুজন ব্যবহারকারী একটি মামলা করেছেন।

ক্যালিফোর্নিয়ার কার্লা ইকাভ্যারিয়া এবং ভার্জিনিয়ার ডেরিক ওয়াকার এ মামলাটি করেছেন যুক্তরাষ্ট্রের সকল ব্যবহারকারীর পক্ষে যাদের ব্যক্তিগত শনাক্তকারী তথ্য হ্যাকিংয়ের শিকার হয়েছে। এসব তথ্যের মধ্যে আছে নাম, জন্ম তারিখ, ঠিকানা, লোকেশন, ব্যক্তিগত সম্পর্ক, ইমেইল ঠিকানা, ছবি ও ভিডিও।

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা দিতে ফেসবুকের অক্ষমতা অবহেলার শামিল বলে উল্লেখ করা হয়েছে মামলায়। এ ছাড়া অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি গোপন করার অভিযোগও আনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির বিরুদ্ধে।

মামলার বিবরণীতে বলা হয়েছে, ‘ফেসবুক জানত যে, তথ্য নিরাপত্তার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা একেবারেই অপর্যাপ্ত। ২০১৮ সালের মার্চ মাসে ফাঁস হওয়া ক্যামব্রিজ অ্যানালিটিকা ঘটনায়ও সেটি দেখা গিয়েছে।’

এতোকিছু জানার পরও ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন দুই বাদী।

এর বাইরে ফেসবুক ক্যালিফোর্নিয়ার আনফেয়ার কমপিটিশন ল এবং কাস্টমার রেকর্ডস অ্যাক্ট লঙ্ঘন করেছে বলেও অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, একটি ফিচারের ত্রুটির সুযোগ নিয়ে অন্তত ৫ কোটি ব্যবহারকারীর প্রোফাইল হ্যাকিংয়ের শিকার হয়ে থাকতে পারে বলে সম্প্রতি জানিয়েছে ফেসবুক। এর পর পরই সম্ভাব্য ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের সতর্ক করতে শুরু করেছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads