অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জেলিবিন সংস্করণে চলছে- এমন স্মার্টফোনের জন্য বন্ধ হচ্ছে গুগল ক্রোম আপডেট। এর ফলে এই অপারেটিং সিস্টেমে চলছে- এমন স্মার্টফোনগুলোতে ক্রোমের আর কোনো আপডেট পাওয়া যাবে না।
ক্রোমিয়াম গেরিট নামক ওয়েবসাইটে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানিয়েছে গুগলের একজন প্রকৌশলী। তিনি জানিয়েছেন, অ্যান্ড্রয়েড জেলিবিন ডিভাইসে ক্রোম ব্যবহারের সময় একটি নোটিফিকেশনের মাধ্যমে ব্যবহারকারীদের বিষয়টি জানানো হবে।
তবে কবে নাগাদ এ সিদ্ধান্ত কার্যকর করবে গুগল, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। জেলিবিনে ক্রোম আপডেট বন্ধ হলে অ্যান্ড্রয়েড কিটক্যাট হবে ক্রোম আপডেট সমর্থন করা অ্যান্ড্রয়েডের সবচেয়ে পুরনো।
২০১২ সালে উন্মুক্ত হয়েছিল অ্যান্ড্রয়েড জেলিবিন। অ্যান্ড্রয়েড ৪.১, ৪.২ ও ৪.৩ এই সংস্করণের অন্তর্ভুক্ত। বর্তমানে মোট অ্যান্ড্রয়েড ডিভাইসের ৩ দশমিক ২ শতাংশ চলছে এ অপারেটিং সিস্টেমটিতে।