রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা জয়ে তার ভূমিকা ছিল অসামান্য। মর্যাদার ফাইনালে গোলের দেখা পেয়েছিলেন তরুণ এ তারকা। দেশে ফেরার পর রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে পুরো দলকে। তবে নিজ শহরে ফেরা হয়নি এতদিন। অবশেষে জন্মশহর বোন্দিতে গিয়েও সাধারণ মানুষের উষ্ণ অভিনন্দন আর ভালোবাসায় সিক্ত হলেন ১৯ বছর বয়সী এ তারকা।
সাধারণ মানুষের ভালোবাসায় মুগ্ধ হওয়া এমবাপে জানালেন নিজের মনোবাসনা। বিশ্বকাপের ট্রফিতে চুমো খাওয়া পিএসজির এ তারকা স্ট্রাইকার এখানেই থেমে থাকতে চান না। এবার তার চোখ পড়েছে অলিম্পিক ট্রফিতে। স্বাদ নিতে চান অলিম্পিক স্বর্ণের। বলেন, ‘আমার এখনো অনেক কিছু করার বাকি আছে। আমি সবকিছু অর্জন করতে চাই। ফ্রান্সের হয়ে আমার এখনো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতার আছে। তারপর পিএসজির হয়ে জিততে চাই চ্যাম্পিয়নস লিগ।’
ফ্রান্স ও পিএসজির জার্সিতে নিজের চাহিদার কথা জানালেন অকপটে, ‘ফ্রান্সের সঙ্গে আমার এখনো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতার আছে। অলিম্পিকেও প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, কেন নয়। তারপর পিএসজির অপ্রাপ্তির খাতায় এখনো আছে যেটা (চ্যাম্পিয়নস লিগ)।’ এবারের ব্যালন ডি’অরের দৌড়ে ৩০ জনের মধ্যে আছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা। তার পিএসজি সতীর্থ জিয়ানলুইজি বুফনের মতে বেশ এগিয়ে তিনি। কিন্তু এমবাপে ওসব নিয়ে ভাবছেন না, ‘ব্যালন ডি’অর নিয়ে এখানে কথা বলা সমীচীন হবে না। এ নিয়ে পরে কথা বলতে পারি আমরা।’





