বেপরোয়া বাসের ধাক্কায় রাজধানীর খিলক্ষেতে নিহত এক

রাজধানীর খিলক্ষেতে বাসের ধাক্কায় নিহত এক

ছবি : প্রতীকী

দুর্ঘটনা

বেপরোয়া বাসের ধাক্কায় রাজধানীর খিলক্ষেতে নিহত এক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২০ অক্টোবর, ২০১৮

বেপরোয়া বাসের ধাক্কায় রাজধানীর খিলক্ষেতে একজন নিহত হয়েছেন।

শনিবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম সালাম (৬২) বলে জানা গেছে। তার বাড়ি গাজীপুর সদর উপজেলার কলমেশ্বর গ্রামে বলে জানা গেছে।

পত্যক্ষদর্শী জানান, রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

পুলিশ জানায়, সকাল আটটার দিকে খিলক্ষেত লা মেরিডিয়ান হোটেলের সামনে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেকে আনা হয়। সেখানে তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads