ফারুক আহমেদ। বিনোদনপিয়াসিরা নির্মল হাসির খোরাক লাভ করে থাকেন তার নান্দনিক অভিনয়শৈলী থেকে। জনপ্রিয় এ অভিনেতার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন হাসান সাইদুল
বর্তমান ব্যস্ততা-
নতুন ও পুরনো ধারাবাহিক নাটক ও খণ্ড নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে। পাশাপাশি ঈদের কাজগুলোও করে যাচ্ছি। ঈদের বেশ কিছু কাজ হাতে রয়েছে।
প্রথম ক্যামেরার সামনে আসার স্মৃতি-
আমি আশির দশক থেকে মঞ্চে অভিনয় করতাম। ক্যামেরার সামনে প্রথম আসি ’৯১ সালে বিটিভির একটি অনুষ্ঠানে। বিচলিত হইনি। ভালো লেগেছে। অভিনয়টা খুব সহজ নয়। তবে চর্চা করে অভিনয় করলে সহজ বটে।
আপনাকে কমেডি চরিত্রে বেশি দেখা যায়-
আসলে আমি কমেডি চরিত্র বুঝি না। আমি অভিনেতা অভিনয় করি। গল্প যা বলে আমি সেভাবে অভিনয় করি।
আমাদের নাটকের বর্তমান অবস্থা-
ভালো। তবে সব ভালো বলা যাবে না। গল্পের ওপর নজর দিতে হবে। ভালো গল্প না হলে ভালো নাটক হবে না। এটা যাকে দিয়েই অভিনয় করানো হোক।
অভিনয়ে যারা আসতে চান-
পাশের দেশে অভিনয় শেখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। আমাদের দেশে সেটা না থাকলেও মঞ্চ আছে। টিভি মাধ্যমে অভিনয়ের জন্য থিয়েটারের ছেলেমেয়েরা আসছেন। কিন্তু সংখ্যায় কম। সব মিলিয়ে বলছি, একজন অভিনয়শিল্পীকে সবার আগে জানার পরিধি বাড়াতে হবে। সেই সঙ্গে চর্চার জায়গাটা ঠিক রাখতে হবে। তাহলেই আদর্শ শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পাওয়া সম্ভব। অভিনয়ে তাড়াহুড়ো বলে কোনো কথা নেই। স্থির হয়ে চর্চার মাধ্যমে কাজ করতে হবে।