এশিয়ার অন্যতম প্রভাবশালী দেশ চীনে গুগলের বিভিন্ন সেবা নিষিদ্ধ অনেক দিন ধরেই। তবে এ বছরের শুরুতে অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তি নিয়ে দেশটিতে ফেরার ঘোষণা দিয়েছিল গুগল। এ সপ্তাহের শুরুতে আনুষ্ঠানিকভাবে এ পরিকল্পনার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। গুগল জানিয়েছে, প্রাথমিকভাবে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমির সঙ্গে এ প্রযুক্তি নিয়ে কাজ করা হবে।
শুরুতেই শাওমি মিক্স ২এস ডিভাইসে এ প্রযুক্তি পাওয়া যাবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ। শাওমি অ্যাপ স্টোরে প্রকাশিত একটি অ্যাপের মাধ্যমে স্মার্টফোনটির ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন।
তবে আপাতত শাওমির সঙ্গে যুক্ত হলেও এ প্রযুক্তি নিয়ে শিগগিরই অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে আগ্রহী গুগল। জানা গেছে, এআরকোর নামের এ প্রযুক্তির ব্যবহার নিয়ে হুয়াওয়ে এবং স্যামসাংয়ের সঙ্গে এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছে গুগল।
বর্তমানে গুগলের মূল সেবাগুলো চীনে নিষিদ্ধ। তবে এআরকোর অ্যাপ ক্লাউডের সঙ্গে যুক্ত না থাকায় দেশটিতে এ অ্যাপের মাধ্যমে সেবা দেওয়া সম্ভব হচ্ছে। তবে এক্ষেত্রে আরো একটি বাধা ছিল। আর তা হলো দেশটিতে প্লেস্টোর নিষিদ্ধ থাকার কারণে অ্যাপটি সবার কাছে পৌঁছে দেওয়াটা ছিল অসম্ভব বিষয়। আর এ কারণেই শাওমি কিংবা হুয়াওয়ের মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে গুগল। এ প্রতিষ্ঠানগুলোর রয়েছে নিজস্ব অ্যাপস্টোর, যার মাধ্যমে গুগলের এই অ্যাপটি সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।