স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচন সামনে রেখে কোনো অশুভ শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। সংখ্যালঘু সম্প্রদায়সহ সবাই যাতে নির্বিঘ্নে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সে রকম পরিবেশ সৃষ্টি করা হবে।
রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে পূজা উদ্যাপন পরিষদের সম্মেলনে প্রধান অতিথীর বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সরকার মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি (শূন্য সহনশীলতা) অবলম্বন করেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মাদকসেবী ও ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনার বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসকল ঘটনার তদন্ত করা হবে। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। গত চার দিনে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ছয়জন। তারা সকলেই বড় ধরনের মাদক ব্যবসায়ী বলে দাবি করেছেন আইনশৃঙ্খলা বাহিনী।
এই অভিযানে অংশ নেওয়া বাহিনীর সদস্যেদের সাথে কথা বলে জানাযায়, মাদক নির্মূলে এখন বন্দুকযুদ্ধকেই ভরসা।
আসাদুজ্জামান খান বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে দেশে কোনো অশুভ শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবে না। সংখ্যালঘু সম্প্রদায়সহ সবাই যাতে নির্বিঘ্নে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সে রকম পরিবেশ সৃষ্টি করা হবে।
তিনি আরো বলেন, আমাদের কাছে সব ধর্মের মানুষের সমান অধিকার। এ দেশে সবার। এখানে সবার সমান অধিকার রয়েছ।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ওপর পুলিশি নির্যাতনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘পুলিশও আইনের ঊর্ধ্বে নয়। এ বিষয়ে তদন্ত কমিটি করে বিচারের আওতায় আনা হবে।’