সারা দেশ

সারিয়াকান্দিতে এলজিইডির সেই ভাঙা সড়ক মেরামত করলেন ইউপি  সদস‍্য

  • ''
  • প্রকাশিত ১২ সেপ্টেম্বর, ২০২৪

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি :

জুন মাসে ভাড়ি বর্ষণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জোড়গাছা-সাতবেকী জিসি সড়কের জোড়গাছা নতুনপাড়া এলাকার সেই ভাঙা অংশটি মাটি ভড়াট করে চলাচলের উপযোগী করে দিলেন ইউপি সদস‍্য ও সমাজসেবক মহিদুল ইসলাম। মহিদুল উপজেলার ১২নং ভেলাবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাধারণ সদস‍্য। এতে চলাচলের বিঘ্নতা থেকে রক্ষা পেলেন অন্তত পাঁচ গ্রামের ১০ হাজার লোক।


উল্লেখ‍্য গত ২৯ জুলাই একাধিক গণমাধ‍্যম ও সামাজিক যোগাযোগ মাধ‍্যমে 'এলজিডির সড়ক ভেঙে বিলীন হচ্ছে পুকুরে' শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। পরবর্তীতে সংবাদটি  স্থানীয় ইউপি সদস‍্য এবং চাঁদের আলো শ্রমজীবী সমবায় সমিতির নির্বাহী পরিচালকের দৃষ্টি গোচর হয়। পরে তিনি সেই ভাঙা সড়ক মেরামতে এগিয়ে আসেন। সেখানে বাঁশের প‍্যালা সাইডিং দিয়ে মাটি ভড়াট বস্তা ফেলে ভাঙন রোধ করেন।  তার এমন কাজে আনন্দিত এলাকাবাসী।


স্থানীয়রা জানান, বিষয়টির সমাধানে স্থানীয় ইউপি চেয়ারম‍্যানকে অবহিত করা হলে তিনি উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের কাছে চাহিদা পাঠান। দীর্ঘদিনেও এলজিইডি বিভাগ সড়ক সংরক্ষণে এগিয়ে আসেনি।


ইউপি সদস‍্য মহিদুল ইসলাম বলেন, ভাড়ি বর্ষণে সড়কের প্রায় অর্ধেক অংশ পুকুরে বিলীন হয়ে গেছে। আর যেটুকু অংশ বাকি ছিল সে টুকু ভেঙে গেলে পায়ে হেঁটে চলাচল সহ যানবাহন চলাচল খুবই কষ্ট হতো। স্থানীয় সাংবাদিক এম.তাজুল ইসলামের ফেসবুকে বিষয়টি দেখার পর মেরামতের উদ‍্যোগ গ্রহণ করেন। এরকম কাজে নিজেকে সামিল করতে পেরে অনেক ভালো লাগছে। ভবিষ্যতে এ ধরণের সেবা অব‍্যাহত থাকবে। তাছাড়া রাষ্ট্রীয় সকল সম্পদ রক্ষণাবেক্ষণের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads