‘বিমানবন্দরে ১৬ হাজার ভিআইপি পাস বাতিল করা হবে’

হবিগঞ্জের মাধবপুরে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী

ছবি: বাংলাদেশের খবর

জাতীয়

‘বিমানবন্দরে ১৬ হাজার ভিআইপি পাস বাতিল করা হবে’

  • মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ জানুয়ারি, ২০১৯

বিমানবন্দরে সোনা চোরাচালান ঠেকাতে ১৬ হাজার ভিআইপি পাস বাতিল করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।

আজ বৃহস্পতিবার সকালে হবিগঞ্জের মাধবপুরে উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে প্রশাসনের কর্মকর্তা জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এমন তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, বিমানবন্দরে আস্থার সংকট খোঁজে বের করে দুর্নীতি ও অনিয়ম দূর করা হবে। ভিআইপি সুযোগ সুবিধা নিয়ে কেউ যদি সোনা চোরাচালানের সঙ্গে যুক্ত হয় তাকে ছাড় দেওয়া হবে না। সোনা চোরাচালান ঠেকাতে প্রধানমন্ত্রীর সম্মতিতে ১৬ হাজার ভিআইপি পাস বাতিল করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কক্সবাজারের পর্যটন শিল্প বিকাশে বেশকিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে এর সভাপতিত্বে পরিষদের হল রুমে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইশতিয়াক আল মামুন, ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া আক্তার হেলেন, চেয়ারম্যান ফারুক পাঠান, আপন মিয়া, সাহাব উদ্দিন, শফিকুল ইসলাম, শামসুল ইসলাম কামাল, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা প্রমুখ।

এর আগে প্রতিমন্ত্রী গংগানগর গ্রামবাসীর সঙ্গে মত বিনিময় করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads