মহাজোটে আসন ভাগাভাগি নিয়ে সন্তুষ্ট নয় জাতীয় পার্টি : রাঙ্গা

জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা

সংগৃহীত ছবি

রাজনীতি

মহাজোটে আসন ভাগাভাগি নিয়ে সন্তুষ্ট নয় জাতীয় পার্টি : রাঙ্গা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১০ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে আসন ভাগাভাগি নিয়ে জাতীয় পার্টি সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

আজ সোমবার রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

জাতীয় পাটির মহাসচিব বলেন, ‘জাতীয় পার্টি মহাজোটে ২৯টি এবং উন্মুক্তসহ মোট ১৭৪টি আসনে নির্বাচন করবে। মহাজোটে জাতীয় পার্টি যে ক’টি আসন পেয়েছে তাতে পার্টির নেতাকর্মীরা সন্তুষ্ট নন। কিন্তু মহাজোটের স্বার্থে আমরা মেনে নিচ্ছি।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘উন্মুক্ত নির্বাচনে মহাজোটের কোনো ক্ষতি হবে না। কারণ, মহাজোটভুক্ত যে প্রার্থী শক্তিশালী, তাকেই সমর্থন দেওয়া হবে। উন্মুক্ত নির্বাচনে পার্টির নেতাকর্মীদের মাঝে উৎসাহ সৃষ্টি হবে।’

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) মো. খালেদ আখতার, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা এমপি, নুরুল ইসলাম নুরু প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads