শোবিজ

নতুন গান নিয়ে ন্যান্সি

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৪ অক্টোবর, ২০১৯

জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুস মুনিরা ন্যান্সি। তার বহু গান দর্শকের মন ভরিয়েছে। হয়েছে শ্রোতানন্দিত। স্টেজ, রেডিও-টেলিভিশন চ্যানেল ও সিনেমায় নিয়মিত এখনো গাইছেন তিনি। এরই ধারাবাহিকতায় আবারো একটি নতুন গান নিয়ে হাজির হতে যাচ্ছেন এ শিল্পী। এ গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নতুন এক শিল্পী। এরই মধ্যে রাজন সাহার স্টুডিও জয়াতে গানটির রেকর্ড সম্পন্ন হয়েছে। এতে ন্যািসর সঙ্গে কণ্ঠ দিয়েছেন নবাগত শিল্পী ইউসুফ রিয়াদ।

মুহাম্মদ শহিদুর রহমানের কথায় ‘ধীরে ধীরে’ শিরোনামে গানটির সুর করেছেন এন এইচ সিহান, সংগীত পরিচালনা করেছেন রাজন সাহা।

গানটি নিয়ে ন্যািস বলেন, আমি নতুন শিল্পীদের সব সময় সহযোগিতা করার চেষ্টা করেছি। নতুনরা আমাকে সম্মান করেন, সেই সম্মান আমিও তাদের দেওয়ার চেষ্টা করি। এছাড়া নতুন শিল্পী বিষয় নয় আমার কাছে, আগে আমি দেখি গানটি কেমন, এরপর আমি সিদ্ধান্ত নিই গানটি গাইব কি না। ‘ধীরে ধীরে’ গানের কথা ও সুর অসাধারণ হয়েছে। এছাড়া অসাধারণ মিউজিক কম্পোজিশন করেছেন রাজন সাহা দাদা। দাদার সঙ্গে এটাই প্রথম কাজ। আশা করি, শ্রোতাদের খুব পছন্দ হবে গানটি। গানটি নিয়ে রাজন সাহা বলেন, ন্যািসর গানের প্রতি শ্রদ্ধাবোধ দেখে আমি মুগ্ধ। আশা করি, সামনে আরো কাজ হবে ন্যািসর সঙ্গে। রাজন সাহা জানান, শিগগিরই গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads